রাজউক উত্তরা মডেল কলেজে একাদশে ভর্তির আবেদনের তারিখ ঘোষণা
- ০৭ আগস্ট ২০২৫, ১৮:২১
রাজউক উত্তরা মডেল কলেজ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ‘অভ্যন্তরীণ শিক্ষার্থীদের’ একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে। সেই নীতিমালার ভিত্তিতে ছাত্রছাত্রী ভর্তি করা হবে। এ কলেজ হতে ২০২৫ সালে ‘এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রী’ ও অভিভাবকদের জানার জন্য গুরুত্বপূর্ণ তথ্য। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে রাজউক উত্তরা মডেল কলেজে ভর্তির জন্য অবশ্য করণীয় নিচে দেওয়া হলো।
জানা গেছে, আগামীকাল বুধবার ৩০ জুলাই হতে ১১ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। রাজউক উত্তরা মডেল কলেজে নির্বাচিত হওয়ার পর ‘বোর্ড নির্ধারিত’ তারিখের মধ্যে অবশ্যই নিশ্চয়ন করতে হবে। অন্যথায় ‘নির্বাচন বাতিল হবে’ এবং এ কলেজে ভর্তি হতে পারবে না।
অভ্যন্তরীণ ও বহিরাগত শিক্ষার্থীদের ভর্তির যোগ্যতা—
বিজ্ঞান বিভাগ: বাংলা মাধ্যম-প্রভাতি শিফট, ন্যূনতম যোগ্যতা: অভ্যন্তরীণ ৪.৫০, বহিরাগত ৫.০০; বাংলা মাধ্যম-দিবা শিফট, ন্যূনতম যোগ্যতা: অভ্যন্তরীণ ৪.৫০, বহিরাগত ৫.০০।
ইংরেজি মাধ্যম-প্রভাতি শিফট, ন্যূনতম যোগ্যতা: অভ্যন্তরীণ ৪.৫০, বহিরাগত ৫.০০; ইংরেজি মাধ্যম-দিবা শিফট, ন্যূনতম যোগ্যতা: অভ্যন্তরীণ ৪.৫০, বহিরাগত ৫.০০।
মানবিক বিভাগ: বাংলা মাধ্যম-প্রভাতি শিফট, ন্যূনতম যোগ্যতা: অভ্যন্তরীণ ৪.০০, বহিরাগত ৪.৭৫; বাংলা মাধ্যম-দিবা শিফট, ন্যূনতম যোগ্যতা: অভ্যন্তরীণ ৪.০০, বহিরাগত ৪.৭৫।
ব্যবসায় শিক্ষা বিভাগ: বাংলা মাধ্যম-প্রভাতি শিফট, ন্যূনতম যোগ্যতা: অভ্যন্তরীণ ৪.০০, বহিরাগত ৪.৭৫; বাংলা মাধ্যম-দিবা শিফট; ন্যূনতম যোগ্যতা: অভ্যন্তরীণ ৪.০০, বহিরাগত ৪.৭৫; ইংরেজি মাধ্যম-প্রভাতি শিফট, ন্যূনতম যোগ্যতা: অভ্যন্তরীণ ৪.০০, বহিরাগত ৪.৭৫।
বিস্তারিত জানতে এই ওয়েবসাইট ক্লিক করুন