জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই শহিদ স্মৃতি শিক্ষাবৃত্তি’র আবেদন শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো
জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থীদের জন্য ‘জুলাই শহিদ স্মৃতি শিক্ষাবৃত্তি-২০২৫’-এর আবেদন শুরু হয়েছে। এ বৃত্তি মূলত বিশেষ চাহিদাসম্পন্ন, আর্থিকভাবে অসচ্ছল এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য বরাদ্দ। আবেদন করতে হবে কলেজের মাধ্যমে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে। আবেদন ফরম পূরণসহ প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে।

শিক্ষাবর্ষ অনুযায়ী নির্দিষ্ট শ্রেণির শিক্ষার্থীরাই এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। স্নাতক (পাস) ২য় বর্ষের শিক্ষার্থীরা ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের, ৩য় বর্ষের শিক্ষার্থীরা ২০২০-২১ শিক্ষাবর্ষের হতে হবে। স্নাতক (সম্মান) পর্যায়ে ২য় বর্ষে ২০২২-২৩, ৩য় বর্ষে ২০২১-২২ এবং ৪র্থ বর্ষে ২০২০-২১ শিক্ষাবর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীরা (৩য় বর্ষের ফলাফলের ভিত্তিতে) আবেদন করতে পারবেন। মাস্টার্স প্রিলিমিনারি পর্যায়ে ২০২০-২১ এবং স্নাতকোত্তর পর্যায়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা (অনার্সের ফলাফলের ভিত্তিতে) আবেদন করতে পারবেন।

প্রতিটি কলেজ থেকে নির্ধারিত সংখ্যক শিক্ষার্থীকে সুপারিশ করা যাবে। শিক্ষার্থীর মোট সংখ্যা ১ থেকে ৫০০ হলে সর্বোচ্চ ২ জন, ৫০১ থেকে ৫ হাজার হলে ৫ জন এবং ৫ হাজার ১ জনের বেশি হলে সর্বোচ্চ ১০ জনকে বৃত্তির জন্য সুপারিশ করা যাবে। তবে এই সীমা বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

আবেদনের জন্য শিক্ষার্থীদের http://collegeportal.nu.ac.bd ওয়েবসাইটে গিয়ে ‘College Login’ অপশনে প্রবেশ করতে হবে। এরপর ‘শিক্ষাবৃত্তি তথ্য’ লিংকে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য পূরণ ও ডকুমেন্ট আপলোড করতে হবে। শিক্ষাবৃত্তি সম্পর্কিত নিয়মাবলী ও গাইডলাইন পাওয়া যাবে ‘College Portal’-এর ‘শিক্ষাবৃত্তি’ অপশনে।