প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের অধ্যাপক তাহমিনা ইসলামকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বর্তমান বেতন ও বেতনক্রমে সরকারি তিতুমীর কলেজের উপাধ্যক্ষ পদে বদলি/পদায়ন করা হলো।
আরও পড়ুন: আইইএলটিএস পরীক্ষায় অডিও বিভ্রাট, ক্ষতিগ্রস্তদের বিকল্প সুযোগ দিয়েছে আইডিপি
অধ্যাপক তাহমিনা ইসলাম রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজে সমাজবিজ্ঞান/সমাজকর্ম বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন। শিক্ষকতা জীবনে তিনি শিক্ষার্থীদের মাঝে একজন প্রজ্ঞাবান ও দায়িত্বশীল শিক্ষিকা হিসেবে পরিচিতি লাভ করেছেন।
নতুন কর্মস্থলে তিনি যেন দক্ষতা, সততা ও নেতৃত্বের মাধ্যমে শিক্ষার্থীদের কল্যাণ ও প্রতিষ্ঠান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন, সেই প্রত্যাশা জানিয়েছেন সহকর্মী ও শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, সরকারি তিতুমীর কলেজ দেশের অন্যতম জনবহুল কলেজ হিসেবে খ্যাত, যেখানে প্রতিবছর বিপুল সংখ্যক শিক্ষার্থী উচ্চশিক্ষা অর্জনের লক্ষ্যে ভর্তি হয়। এই কলেজের প্রশাসনিক নেতৃত্বে অধ্যাপক তাহমিনা ইসলামের আগমনকে একটি ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছেন অনেকেই।