সাম্প্রদায়িক হামলা ও মব জাস্টিসের বিরুদ্ধে জবি শিক্ষার্থীদের প্রতিবাদ

শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল © টিডিসি

সাম্প্রদায়িক হামলা ও মব জাস্টিসের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের উদ্যোগে এ প্রতিবাদ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জবি শাখা ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে শিক্ষার্থীরা পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা স্লোগান দেন ‘আমি কে তুমি কে, বাংলাদেশি বাংলাদেশি”, ‘ধর্মের নামে হানাহানি বন্ধ করো বন্ধ করো’, ‘প্রটেক্ট মাইনোরিটি, প্রটেক্ট ডেমোক্রেসি’।

সমাবেশে আধুনিক ভাষা ইনস্টিটিউট বিভাগের শিক্ষার্থী সৌহার্দ্য দেব বলেন, ‘বাংলাদেশ সবার। এখানে সবার সমানভাবে বাঁচার অধিকার রয়েছে। কিন্তু বারবার সংখ্যালঘুদের টার্গেট করে হামলা চালানো হচ্ছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দ্রুত এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিন।’

শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, হাজার বছর ধরে এ দেশের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। কিন্তু বর্তমানে সংখ্যালঘুদের নানা ট্যাগ দিয়ে তাদের ওপর অত্যাচার ও মব প্রচারের চেষ্টা চলছে। সরকারকে অবশ্যই এসব হামলাকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব বলেন, সনাতনীসহ অন্যান্য ধর্মাবলম্বীদের ওপর বারবার পরিকল্পিত হামলা হচ্ছে। অথচ সরকার সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে না। যারা এসব হামলা ও উস্কানিমূলক মব গঠন করছে, তাদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।

জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘আমাদের মুসলিম ধর্মের নবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, প্রত্যেক ধর্মাবলম্বীকে স্বাধীনভাবে তার ধর্ম পালনের অধিকার দিতে হবে। আমরা গত সতেরো বছর ধরে দেশে সংখ্যালঘুদের ওপর হামলার চিত্র দেখছি। কিন্তু মনে রাখতে হবে, ধর্ম যার যার—রাষ্ট্র সবার। অন্তর্বর্তীকালীন সরকারের উচিত এই হামলাগুলোর সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার নিশ্চিত করা।’

প্রতিবাদ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।