পবিপ্রবির হলে খাবারে মরা মাছি, ডাইনিং বয়কট শিক্ষার্থীদের

ডাইনিংয়ে খাবারে মরা মাছি
ডাইনিংয়ে খাবারে মরা মাছি © টিডিসি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হলের ডাইনিংয়ে খাবারের মধ্যে একাধিক মরা মাছি পাওয়ার অভিযোগ উঠেছে। এতে ক্ষুব্ধ হয়ে হলের ২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ডাইনিং বয়কট করে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই খাবারের মান খারাপ, তবুও ব্যবস্থা নেওয়া হয়নি।

শনিবার (২৬ জুলাই) দুপুরে খাবারের থালায় মরা মাছি দেখতে পান শিক্ষার্থীরা। এরপর হলের ডাইনিং কর্মীদের দায়িত্বজ্ঞানহীনতা, রান্নায় অপচয় ও পরিষ্কার-পরিচ্ছন্নতায় অবহেলার অভিযোগ তুলে তারা ডাইনিং বন্ধ রেখে আন্দোলনে নামেন।

ঘটনার দিন ডাইনিংয়ে রান্নার দায়িত্বে ছিলেন কর্মচারী মোহাম্মদ কামাল ও সাহেব আলী।

অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগের ২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহেদুল ইসলাম সাকিব বলেন, ‘ভাত নিতে গিয়ে বড় একটা পোকা দেখি। পরে ডাইনিং মামাকে দেখিয়ে ভাত পাল্টে নিই। এরপর মাংসের বাটিতেও মাছি পাওয়া যায়। তখন আর খাওয়া সম্ভব হয়নি।’

একই টেবিলে থাকা শিক্ষার্থী নাজমুল হুদা বলেন, ‘সাকিব ভাতে মাছি দেখতে পাই, এরপর মাংসের বাটিতেও মাছি দেখে উঠে আসি। এ সময় কোনো ম্যানেজারও ছিলেন না। এটা চরম অব্যবস্থাপনা।’

ডাইনিং ম্যানেজার মেহেদী হাসান ইমন জানান, ‘ঘটনার বিষয়টি আমরা দেখেছি। রান্নার দায়িত্বে থাকা কর্মীরা একে অপরকে দোষ দিচ্ছেন। বিষয়টি হল প্রশাসনকে জানানো হয়েছে।’

হল প্রভোস্ট অধ্যাপক ড. সাইদুর রহমান বলেন, ঘটনার বিষয়ে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ডাইনিং কর্মীদের আগেও সতর্ক করা হয়েছিল। এবার প্রয়োজন হলে পরিবর্তনের সুপারিশ করা হবে। সেন্ট্রাল বরাদ্দ এলে ডাইনিং ভর্তুকি এখানেও কার্যকর করা হবে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হবে।