মাইলস্টোনে বিমান বিধ্বস্ত, ঘটনা নাকি দুর্ঘটনা
- ১১ আগস্ট ২০২৫, ১৬:০৮
রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এটি দুর্ঘটনা নাকি ঘটনা— এ নিয়ে প্রশ্ন তুলেছেন লেখক ও চিন্তাবিদ অধ্যাপক ড. সলিমুল্লাহ খান। সোমবার (২৮ জুলাই) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘শহীদ আসিফ ও রক্তাক্ত জুলাই প্রতিবাদের প্রতিচ্ছবি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ প্রশ্ন তোলেন।
ড. সলিমুল্লাহ খান বলেন, কয়েকদিন আগে উত্তরায় একটি বিমান বিধ্বস্ত হয়েছে। আচ্ছা এটি কি দুর্ঘটনা নাকি ঘটনা। দুর্ঘটনা সেটি যা দমন করা যায় না বা নিয়ন্ত্রণে থাকে না। কিন্তু আসলেই কী নিয়ন্ত্রণে ছিল না। বিষয়টি যদি আরও গভীরভাবে বিবেচনা করা হয়, তাহলে প্রশ্ন আসে—কী ধরনের বিমান কেনা হয়েছিল, কারা প্রশিক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন
তিনি আরও বলেন, আমাদের দেশে সড়ক দুর্ঘটনায় যত মানুষ মারা যায়, তার সবগুলোকে আমরা বলি দুর্ঘটনা। আমাদের দেশে কত মানুষ দারিদ্র সীমার নিচে থাকে অপুষ্টিতে মারা যায়। আমরা সবাই মনে করি, এটি ঘটনা মাত্র। যে দেশের মানুষ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে সে দেশের একজন মানুষও কেন না খেয়ে থাকবে। এর জন্য দায়ী রাষ্ট্র ব্যবস্থা।
প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জন নিহত হয়েছেন।