জুলাই আন্দোলন
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমিই প্রথম ছাত্রদের সাথে একাত্মতা পোষণ করেছি: ঢাবি কোষাধ্যক্ষ
- ঢাবি প্রতিনিধি
- ১৩ আগস্ট ২০২৫, ১০:৫৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমিই সম্ভবত বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষক যিনি জুলাইয়ের আন্দোলনের সবার আগে একাত্মতা পোষণ করেছিলাম। সোমবার (২৮ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের আয়োজনে প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের কামালউদ্দীন আহমাদ লেকচার গ্যালারিরে ‘জুলাই গণ অভ্যুত্থান উদযাপন: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ২ জুলাইয়ে যখন আমি শাহবাগে যাই; তখন শিক্ষার্থীদের অনুরোধে হাতে পতাকা নিয়ে তাদের সাথে ছবি তুলি। শিক্ষার্থীরা আমাকে না জানিয়ে সেটি সামাজিক মাধ্যমে ছবিটি প্রকাশ করে। পরের দিন বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রভাবশালী শিক্ষক আমাকে বলে তোমার ছবি সারা দেশে ছড়িয়ে গেছে। আমি তখন খুব রাগ করেছিলাম। কেননা আমার অনুমতি না নিয়ে শিক্ষার্থীরা এটি সামাজিক মাধ্যমে প্রকাশ করে। কিন্তু আবু সাঈদ ৪ তারিখ এই ছবিটি শেয়ার করে। এটা আমার জন্য বিশেষ পাওয়া ছিল। আমি কখনো ছাত্র রাজনীতি করেনি। তবে সবগুলো ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের পাশে ছিলাম।
ঢাবি কোষাধ্যক্ষ বলেন, দুইটা ভয়ের কারণে আমি আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। আমার কাছে প্রথমত মনে হয়েছিল এ দেশের সার্বভৌমত্ব মনে হয় থাকবে না। দ্বিতীয়ত যদি থেকেও যায় তবে আমরা কখনো সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে থাকবো না। আমার দেশে সবগুলো প্রতিষ্ঠানকে একের পর এক ধ্বংস করা হচ্ছিল। যেন এ রাষ্ট্র কখনো সফল না হয়। ফ্যাসিস্টরা থাকলে দুই তিন বছরের মধ্যে ভয়াবহ অবস্থায় পড়তাম।
তিনি আরো বলেন, আজকে হাসিনাবিহীন বাংলাদেশ পেয়েছি। এটাই প্রথম প্রান্তি। আমার এখন বৈষম্যহীন বাংলাদেশ পেতে চাই। আর বৈষম্যবিহীন বাংলাদেশ পেতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।
এছাড়াও সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপক করেন প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক (অব:) ড. লায়লা নূর ইসলাম। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা)অধ্যাপক ড. মামুন আহমেদ, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক প্রমুখ।
প্রসঙ্গত, ৫ আগস্টের আগে অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন।