ট্রাম্প সিভিআই রোগে আক্রান্ত, এ রোগের লক্ষণ ও চিকিৎসা কী? 

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি (সিভিআই) নামে পরিচিত একটি শারীরিক সমস্যায় আক্রান্ত হয়েছেন। এটি এমন এক অবস্থা যেখানে পায়ের শিরাগুলো স্বাভাবিকভাবে রক্ত ফেরত পাঠাতে ব্যর্থ হয়, ফলে রক্ত জমে গিয়ে ফোলা, ব্যথা ও ত্বকের রঙ পরিবর্তনের মতো উপসর্গ দেখা দেয়। (খবর এমএনটি)

এই রোগের বিষয়টি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট নিশ্চিত করেন। তিনি জানান, ‘৭৯ বছর বয়সী প্রেসিডেন্টের নীচের পায়ে হালকা ফোলাভাব দেখা দিলে, তার আরও পরীক্ষা করা হয়।’

লেভিট বলেন, ‘প্রেসিডেন্টের পূর্ণাঙ্গ শারীরিক পরীক্ষা করা হয় এবং উভয় পায়ের শিরার আল্ট্রাসাউন্ড (ডপলার) পরীক্ষায় ধরা পড়ে তিনি ‘ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি’-তে আক্রান্ত। 

সিভিআই এর প্রাথমিক লক্ষণ কী কী?
বিশেষজ্ঞরা বলেন, ‘সিভিআইসাধারণত প্রথমে পা ও গোড়ালিতে ফোলাভাব হিসেবে প্রকাশ পায়, বিশেষ করে দীর্ঘ সময় দাঁড়িয়ে বা বসে থাকলে। অনেক সময় পায়ে ভারী ভাব বা ব্যথাও অনুভূত হয় এবং আক্রান্ত স্থানে ভ্যারিকোজ (বাঁকা ও ফুলে ওঠা) শিরাও দেখা দিতে পারে।’

আরও পড়ুন: এমপক্সে প্রথম মৃত্যু, আক্রান্ত কত?

সিভিআই কি প্রাণঘাতী?
চিকিৎসকরা বলেন, ‘এই রোগটি সাধারণ—বেশিরভাগ ক্ষেত্রেই এটি ক্ষতিকর নয়, তবে চিকিৎসা না করলে আলসার, তীব্র ব্যথা, ত্বকের পরিবর্তন বা এমনকি DVT-এর মতো জটিলতা দেখা দিতে পারে।’

চিকিৎসা কী?
চিকিৎসকরা বলেন, ‘সিভিআই চিকিৎসায় কমপ্রেশন স্টকিংস (বিশেষ ধরনের মোজা) পরা এবং জীবনযাত্রার পরিবর্তন সবচেয়ে কার্যকর। নিয়মিত হাঁটা, ওজন নিয়ন্ত্রণ, এবং দিনে কয়েকবার পা উপরে তুলে রাখাও উপকারী, ভেনোঅ্যাকটিভ ওষুধ, যা উপসর্গ হ্রাসে সাহায্য করে, এন্ডোভেনাস লেজার বা রেডিওফ্রিকোয়েন্সি অ্যাবলেশন (শিরা বন্ধ করার জন্য), স্ক্লেরোথেরাপি (রক্ত চলাচল ঠিক করার জন্য কেমিক্যাল ইনজেকশন) ও শল্যচিকিৎসা।