আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি: কোন বিভাগে জিপিএ কত?

আদমজী ক্যান্টনমেন্ট কলেজে
আদমজী ক্যান্টনমেন্ট কলেজে © টিডিসি ফটো

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। আগ্রহী প্রার্থীরা ৩০ জুলােই থেকে অনলাইনে আবেদন করতে পারবে। সোমবার (২৮ জুলাই) প্রতিষ্ঠানটির ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ি, বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য নূন্যতম জিপিএ-৫ থাকতে হবে। মানবিকে ও ব্যবসায় শিক্ষায় ভর্তিতে থাকতে হবে জিপিএ ৪.২৫।

আবেদন প্রক্রিয়া: আবেদনকারীকে ঢাকা শিক্ষা বোর্ডের অনলাইন আবেদন পোর্টালে প্রদত্ত পূর্ণাঙ্গ নির্দেশিকা অনুযায়ী বিভিন্ন ধাপ অনুসরণ করে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রম উল্লেখপূর্বক আবেদন করতে হবে।

পছন্দক্রম: আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভর্তিচ্ছুক শিক্ষার্থীকে পছন্দক্রমের তালিকায় অবশ্যই এ কলেজকে ১ (এক) নম্বরে রাখতে হবে।

SQ কোটায় আবেদন করার নিয়মাবলি: সেনাবাহিনীর কর্মরত, অবসরপ্রাপ্ত কর্মরত অবস্থায় শহিদ/মৃত ও ঢাকায় কর্মরত MES (Army) এবং প্রতিরক্ষা খাত হতে বেতনভুক্ত সেনা ইউনিটে ঢাকায় কর্মরত অসামরিক কর্মকর্তা ও কর্মচারীদের সন্তান SQ কোটায় আবেদন করতে পারবে।

কোটার যথার্থতা নিশ্চিত /সমর্থনে নিম্নলিখিত কাগজপত্র আগামী ৩০ জুলাই (বুধবার) থেকে ১১ আগস্ট (সোমবার) তারিখের মধ্যে কলেজের পূর্ব গেটে (সরকারি ছুটির দিন ব্যতীত) সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত জমা দেয়া যাবে। SQ কোটায় আবেদনকৃত শিক্ষার্থীরা উল্লিখিত তারিখের মধ্যে আবেদন করে বর্ণিত নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে ব্যর্থ হলে কোটার সুবিধা থেকে বঞ্চিত হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

ক. কলেজ পছন্দক্রমের আবেদনের কপি
খ. প্রতি বিষয়ের নম্বরসহ এসএসসি পাসের অনলাইন নম্বরপত্র ও প্রবেশপত্রের ফটোকপি ।
গ. কর্মরত ইউনিট/প্রতিষ্ঠান প্রধান/অধিনায়কের প্রত্যয়নপত্র।
ঘ. অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্যদের ক্ষেত্রে সন্তান বিবরণীসহ CORO Certificate (প্রত্যয়নপত্র) / সন্তান বিবরণীসহ Record's Certificate (চাকরি অবসানের প্রত্যয়নপত্র)/ অবসরভাতা প্রদান আদেশের (পিপিও) সত্যায়িত কপি/অবসরের পরে জন্মগ্রহণকৃত সন্তানের ক্ষেত্রে জেলা সশস্ত্র বাহিনী বোর্ড হতে সংগৃহীত প্রত্যয়নপত্র।

এছাড়া বিস্তারিত জানতে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ওয়েবসাইটে ভিজিট করুন।