শিক্ষা ছুটি নিয়ে কর্মস্থলে ফেরেননি খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩৪ শিক্ষক

খুলনা বিশ্ববিদ্যালয়
খুলনা বিশ্ববিদ্যালয় © টিডিসি

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) শিক্ষা ছুটি নিয়ে বিদেশে উচ্চশিক্ষার উদ্দেশ্যে যাওয়া ৩৪ জন শিক্ষক কর্মস্থলে আর ফিরে আসেননি। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠালগ্ন ১৯৯১ সাল থেকে শুরু করে এ পর্যন্ত এসব শিক্ষক মাস্টার্স, এমফিল, পিএইচডি ও পোস্টডক্টরাল ডিগ্রি অর্জনের জন্য ছুটি নিয়েছিলেন।

বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী, শিক্ষকরা দুই বছর চাকরির পর এক বছরের স্ববেতন ছুটি নিতে পারেন, যা মাস্টার্স বা এমফিলের ক্ষেত্রে সর্বোচ্চ তিন বছর এবং পিএইচডির জন্য সর্বোচ্চ সাত বছর পর্যন্ত বাড়ানো যায়। সাত বছর অতিবাহিত হওয়ার পর কর্মস্থলে ফিরে না এলে সংশ্লিষ্ট শিক্ষকের চাকরি বাতিল হওয়ার কথা থাকলেও বাস্তবে অনেকেই ছুটি শেষে আর ফেরেননি।

এক সহযোগী অধ্যাপক নাম প্রকাশ না করার শর্তে বলেন, `২০ জন শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষকের উপস্থিতি আন্তর্জাতিক মানদণ্ড হলেও আমরা তা পূরণ করতে পারছি না। শিক্ষক সংকটে এমন অনুপস্থিতি আমাদের জন্য মারাত্মক সমস্যা তৈরি করছে।'

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. এসএম মাহবুবুর রহমান বলেন, `নিয়ম অনুযায়ী ছুটি শেষে আমরা চিঠি দিয়ে তাদের ফিরিয়ে আনার চেষ্টা করি। কেউ কেউ ফিরে আসেন, কেউ কেউ আসেন না। কিন্তু তারা না ফিরলে প্রশাসনের পক্ষে করার তেমন কিছু থাকে না।'