গুগল সার্চে এলো যে পরিবর্তন
- ০৫ আগস্ট ২০২৫, ১০:৪৭
গুগল তাদের সার্চ ইঞ্জিনে এনেছে নতুন এক ফিচার—‘ওয়েব গাইড’। এটি গুগলের নিজস্ব জেমিনি এআই প্রযুক্তিনির্ভর একটি ব্যবস্থা, যার কাজ হলো ব্যবহারকারীর সার্চ করা বিষয়গুলোকে আরও গোছানো ও সহজভাবে উপস্থাপন করা।
নতুন এই ফিচার ব্যবহার করলে আপনি যদি সার্চে লেখেন “how to care for a mango tree”, তাহলে গুগল প্রথমে দেখাবে দুটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট, এরপর একটি সংক্ষিপ্ত এআই-জেনারেটেড সারাংশ, তারপর বিষয়ভিত্তিক ক্যাটাগরিতে সাজানো ফলাফল। এতে এক নজরেই আপনি বুঝতে পারবেন কোন তথ্যটা কোথায় আছে।
যারা দ্রুত, নির্ভুল এবং নির্দিষ্ট তথ্য পেতে চান, তাদের জন্য এই ফিচার হবে দারুণ সহায়ক। তবে আপনি চাইলে আগের মতো পুরনো স্টাইলের সার্চ ফলাফলও দেখতে পারবেন। ভবিষ্যতে এই ওয়েব গাইডই গুগলের “All” ট্যাবের অংশ হয়ে উঠবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বর্তমানে ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং গুগল সার্চ ল্যাবস থেকে এটি চালু করা যাবে।
আগে যেভাবে সার্চ দিলে এলোমেলোভাবে অনেক ওয়েবসাইটের লিঙ্ক একসঙ্গে দেখা যেত, এখন সেগুলো থিমভিত্তিকভাবে ক্যাটাগরি করে সাজিয়ে দেওয়া হবে। গুগলের মতে, এতে শুধু সময়ই বাঁচবে না, ভুল বা বিভ্রান্তিকর তথ্যের ঝামেলাও কমবে। তরুণ প্রজন্মের জন্য এটি বিশেষভাবে উপযোগী হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।