হ্যান্ডেলই করতে পারেন না, অস্ত্র নিয়ে আসছিলেন কেন?

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরকে পাটওয়ারী

বক্তব্য দিচ্ছেন নাছির উদ্দীন পাটোয়ারী
বক্তব্য দিচ্ছেন নাছির উদ্দীন পাটোয়ারী © টিডিসি ফটো

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের দশ ট্রাক অস্ত্র চালান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। আজ রবিবার (২৭ জুলাই) তিনি নেত্রকোনায় এক সমাবেশে নেত্রকোনার সন্তান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের কঠোর সমালোচনা করে বলেন, ‘দশ ট্রাক অস্ত্র চালান করলেন, যদি তা হ্যান্ডেলিং করতেই না পারলেন, তবে আনলেন কেন?’ 

তিনি বলেন, ‘এই দশ ট্রাক অস্ত্রের কারণে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির পড়েছে। বাংলাদেশের জনগণের জীবন বিপন্নতার মধ্যে পড়েছে। বাবর সাহেব, আপনাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু এই কাজের জন্য আপনাকে শ্রদ্ধা করতে পারলাম না। এটা ঠিক হয় নি।’

নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, ‘সংস্কার, বিচার বিভাগ এবং নতুন সংবিধান গড়তে পারলে বারাবার ফ্যাসিস্ট ফিরে আসবে। ৭২ সনে যে সংবিধান বানিয়েছে তা তাদের সুবিধার জন্য করেছে। ভারতীয় আধিপত্যের মাধ্যমে আলেম সমাজকে মুসলমানদের কোণঠাসা করে রেখেছে।’ 

সমাবেশে এনসিপির কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম ও প্রীতম সোহাগের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ সরকার ১৬ বছর বাংলাদেশের মানুষকে নির্যাতন করেছে। আমরা বলছি মুজিববাদ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে নতুন সংবিধান করতে হবে। আমরা একটি গণ কল্যাণমুখী রাষ্ট্র গঠন করব। নেত্রকোণা বন্যা কবলিত এলাকা তাই একটি টেকসই জেলা গঠনের জন্য জাতীয় নাগরিক পার্টিকে সহযোগিতা করুন। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচারের দাবিতে আমরা রাজপথে নেমেছি। দেশব্যাপী সংস্কার এবং নতুন সংবিধান জন্যে রাজপথে নেমেছি।’ 

এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা-উপজেলার নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকার কর্মীবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।