গাজীপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয় গাজীপুর মহানগর শাখা ছাত্রশিবির
কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয় গাজীপুর মহানগর শাখা ছাত্রশিবির © টিডিসি

এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, গাজীপুর মহানগর শাখা। শনিবার (২৬ জুলাই) সকালে গাজীপুরের একটি হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে ৬০০-রও বেশি মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট, বই ও সার্টিফিকেট প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে আয়োজনের সূচনা হয়। সভায় সভাপতিত্ব করেন ছাত্রশিবির গাজীপুর মহানগর শাখার সভাপতি রেজাউল ইসলাম এবং সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি জাকির হোসাইন।

সভাপতির বক্তব্যে রেজাউল ইসলাম বলেন, সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির ভিশনকে সামনে রেখে ছাত্রশিবির অবিরাম কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের যে কোনও কল্যাণমূলক কাজে ছাত্রশিবির সবার আগে থাকবে ইনশাআল্লাহ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আজ ছাত্রশিবির এতো সুন্দর আয়োজন করে সংবর্ধনা দেয়, ঠিক একই সময় কথিত অনেক ছাত্রসংগঠন আছে যাদেরকে পাওয়া যাবে টেম্পু স্ট্যান্ড, হাট-বাজারে চাঁদবাজীতে লিপ্ত। আমরা কাউকে শত্রু ভাবি না। যারা আমাদের বিরোধিতা করে তাদেরকেও আমরা হাসিমুখে বরণ করে নিবো, এটাই ইসলামের শিক্ষা।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল হক, সাবেক সচিব শাহ আলম বকশি, গাজীপুর মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, মননশীল বই ও সার্টিফিকেট বিতরণ করা হয়।