বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরি, পদ ২৫, আবেদন আগামীকালের মধ্যেই
- ২৭ জুলাই ২০২৫, ০৯:২৪
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি ২৫ পদে ২৫ কর্মকর্তা নিয়োগে ৭ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন করতে হবে অনলাইনে। আগ্রহী প্রার্থীদের আগামী ২২ জুলাইয়ের মধ্যে অনলাইনে করা আবেদন ফরমের সঙ্গে দরকারি কাগজপত্র সরাসরি অথবা ডাকযোগে ২৭ জুলাইয়ের মধ্যে পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়;
১. পদের নাম: প্রধান প্রকৌশলী;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা;
২. পদের নাম: প্রধান খামার তত্ত্বাবধায়ক;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা;
৩. পদের নাম: অতিরিক্ত রেজিস্ট্রার (সংস্থাপন);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা;
আরও পড়ুন: রুয়েট নিয়োগ দেবে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, পদ ১২৭, আবেদন আগামীকালের মধ্যেই
৪. পদের নাম: অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা;
৫. পদের নাম: এডিশনাল রেজিস্ট্রার (শিক্ষা);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা;
৬. পদের নাম: এডিশনাল ডিরেক্টর (পরিকল্পনা ও উন্নয়ন);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা;
৭. পদের নাম: পরিচালক, ক্রীড়া প্রশিক্ষণ;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা;
আরও পড়ুন: ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনে চাকরি, পদ ১৮৫
৮. পদের নাম: ডেপুটি রেজিস্ট্রার (সংস্থাপন)-১;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা;
৯. পদের নাম: ডেপুটি রেজিস্ট্রার (সংস্থাপন)-২;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা;
১০. পদের নাম: ডেপুটি ট্রেজারার;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা;
১১. পদের নাম: ডেপুটি লাইব্রেরিয়ান (সংগ্রহ, পদ্ধতিকরণ ও বাঁধাই);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা;
১২. পদের নাম: ডেপুটি লাইব্রেরিয়ান (রিডার্স সার্ভিস, শ্রাব্য দার্শন ও ডকুমেন্টশন);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা;
১৩. পদের নাম: উপ-পরিচালক (অডিট);
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা;
১৪. পদের নাম: উপ-পরিচালক (সংস্থাপন শাখা);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা;
আরও পড়ুন: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে চাকরি, ১৩ থেকে ২০তম গ্রেডে পদ ৬২
১৫. পদের নাম: উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন শাখা);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা;
১৬. পদের নাম: নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা;
১৭. পদের নাম: নির্বাহী প্রকৌশলী (পানি সরবরাহ, গ্যাস, পয়ঃপ্রণালী ও স্যানিটেশন);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা;
১৮. পদের নাম: সিনিয়র সহকারী রেজিস্ট্রার/খামার তত্ত্বাবধায়ক (পরিষদ বিভাগ);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা;
১৯. পদের নাম: সহকারী পরিচালক (ছাত্র কল্যাণ ও নির্দেশনা);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ২৯,০০০-৬৩,৪১০ টাকা;
২০. পদের নাম: সহকারী পরিচালক, ক্রীড়া প্রশিক্ষণ;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ২৯,০০০-৬৩,৪১০ টাকা;
আরও পড়ুন: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে নেবে শিক্ষক, পদ ৪৬
২১. পদের নাম: সহকারী রেজিস্ট্রার (সংস্থাপন শাখা);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ২৯,০০০-৬৩,৪১০ টাকা;
২২. পদের নাম: সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন শাখা);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ২৯,০০০-৬৩,৪১০ টাকা;
২৩. পদের নাম: সহকারী রেজিস্ট্রার (উচ্চশিক্ষা ও গবেষণা কমিটি);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ২৯,০০০-৬৩,৪১০ টাকা;
২৪. পদের নাম: সহকারী পরিচালক (উচ্চশিক্ষা ও গবেষণা কমিটি);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ২৯,০০০-৬৩,৪১০ টাকা;
২৫. পদের নাম: সহকারী প্রকৌশলী;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা;
আরও পড়ুন: ন্যাশনাল টিউবস লিমিটেডে চাকরি, পদ ৩৬
যেভাবে আবেদন—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন। ফরম পূরণ করে দরকারি কাগজপত্র আপলোড শেষ হলে স্বয়ংক্রিয়ভাবে অনলাইন আবেদন ফরম তৈরি হবে। সেটি প্রিন্ট করে দরকারি কাগজপত্রের ফটোকপি সংযুক্ত করে ৭ সেট আবেদনপত্র রেজিস্ট্রার, বাকৃবি, ময়মনসিংহ বরাবর পাঠাতে হবে;
আবেদন ফি—
আবেদন ফি বাবদ ২০০ টাকা অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে জমা দিতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ২২ জুলাই ২০২৫ তারিখের মধ্যে আবেদন ফরম পূরণ করতে হবে এবং ২৭ জুলাইয়ের মধ্যে রেজিস্ট্রার, বাকৃবি, ময়মনসিংহ বরাবর পাঠাতে হবে;
আবেদনের যোগ্যতা আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বাকৃবির অফিশিয়াল ওয়েবসাইট