দু’দিন ধরে নিখোঁজ রাফি, কান্না থামছে না মায়ের
- ২৭ জুলাই ২০২৫, ১৩:১৯
লক্ষ্মীপুরের রামগতি উপজেলা মালেক মোল্লা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ রাফি। গত ২৩ তারিখ বন্ধুর সাথে স্কুলে পালিয়ে ঘুরতে বের হয় রাফি, তার স্কুল পালানোর খবর বাসায় জানাজানি হলে, বাবার শাসনের ভয়ে আর বাড়ি ফেরেনি রাফি এবং রাফির বন্ধু রাব্বি। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব জায়গায় চলে খোঁজাখুঁজি। থানায় সাধারন ডায়েরি করা হয়। এর মাঝে দুইদিন পার হলেও এখনও খোঁজ মেলেনি তার।
জানা গেছে, রাফির বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার ৩ নম্বর চর পোড়াগাছা ইউনিয়নে। রাফির দিন মজুর বাবা মোহাম্মদ খলিল মিয়া বলেন, ‘আমার কোনো পূর্বশত্রুতা নেই, আমি গরিব মানুষ, আমার পোলাডারে কেডা লুকাইয়া রাখছে?। আমি যেকোনো কিছুর বিনিময়ে আমার পোলারে চাই।’ এদিকে রাফির শোকে বার বার মূর্ছা যাচ্ছেন রাফি মা এবং নানী।
এদিকে রাফি বন্ধুর রাব্বির পরিবারের তফর থেকে জানায় স্কুল পালিয়ে প্রায়ই সে ঘুরতে যায় কিন্তু কখনও এভাবে কোথাও চলে যায়নি। সব আত্মীয়-স্বজনের বাসায় খোঁজ করেও তাদের দু’জনের খোঁজ মিলেনি।
নিখোঁজ দুই কিশোরের পরিবারের তরফ থেকে তাদের সন্ধান পেলে পরিবারের সাথে যোগাযোগ করার আবেদন জানিয়েছেন। নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। মোহাম্মদ খলিল মিয়া - 01782944519। মোহাম্মদ মনির হোসেন - 01738645765