এশিয়া কাপের সূচি ও ভেন্যু চূড়ান্ত, জেনে নিন বিস্তারিত তথ্য

এশিয়া কাপ কবে ও কোথায় হবে জানা গেল
এশিয়া কাপ কবে ও কোথায় হবে জানা গেল © সংগৃহীত ছবি

অবশেষে চূড়ান্ত হলো ২০২৫ এশিয়া কাপের সূচি ও ভেন্যু। আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। আয়োজক দেশ হিসেবে থাকছে ভারত, তবে ম্যাচগুলো হবে আমিরাতের মাঠে।

আজ শনিবার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নাকভি এ তথ্য নিশ্চিত করেন। তিনি লেখেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ২০২৫ এশিয়া কাপ (পুরুষ) ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।’

গত সপ্তাহে ঢাকায় এসিসির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। ওই সভার পর নাকভি জানিয়েছিলেন, খুব শিগগিরই এশিয়া কাপ নিয়ে ঘোষণা আসবে। আজকের ঘোষণার মাধ্যমে টুর্নামেন্ট আয়োজন নিয়ে দীর্ঘ সময়ের অনিশ্চয়তার অবসান হলো।

এসিসির ঢাকার সভায় ১৩টি দেশের ২৫ জন প্রতিনিধি অংশ নেন। যদিও ভারত ও শ্রীলঙ্কা সরাসরি প্রতিনিধি না পাঠিয়ে ভার্চুয়ালি যুক্ত ছিল। জানা গেছে, দুই দেশকে সভায় যুক্ত করাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এবারের এশিয়া কাপে অংশ নিচ্ছে আটটি দল—ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।

বিস্তারিত সূচি এখনো প্রকাশিত হয়নি। তবে এসিসি সভাপতি জানিয়েছেন, পূর্ণাঙ্গ সময়সূচি শিগগিরই জানানো হবে। এক দীর্ঘ টানাপোড়েনের পর এমন একটি টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা পেয়ে নাকভি উচ্ছ্বসিত, ‘আমরা দারুণ একটি ক্রিকেট মহোৎসব দেখার অপেক্ষায় আছি!’