পার্ট-টাইম চাকরি বাংলাদেশ ব্যাংকে, কাজ দৈনিক ৫ ঘণ্টা, মাসিক বেতন পঁয়ত্রিশ হাজার
- ২৭ জুলাই ২০২৫, ০৬:৪৭
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানটি টাকা জাদুঘর বিভাগে ‘সহকারী কিপার (রসায়নাগার সংরক্ষণ)’ পদে চুক্তিভিত্তিক খণ্ডকালীন কর্মী নিয়োগে ২৩ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। চাকরিতে যোগদানের তারিখ হতে ৩১ জুলাই ২০২৮ সাল পর্যন্ত চাকরির সুযোগ পাবেন প্রার্থী। মাসে সাকল্যে ৩৫,০০০ টাকা বেতন পাবেন নির্বাচিত প্রার্থী। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ আগস্টের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ব্যাংক;
বিভাগ: টাকা জাদুঘর;
পদের নাম: সহকারী কিপার (রসায়নাগার সংরক্ষণ);
পদসংখ্যা: ১টি;
চাকরির ধরন: পার্ট-টাইম;
বেতন: ৩৫,০০০ টাকা (বেতন থেকে প্রচলিত হারে আয়কর কর্তন করা হবে। চুক্তিভিত্তিক এই নিয়োগে কোনো ইনক্রিমেন্ট, ভাতা, বোনাস বা পদোন্নতির সুযোগ নেই);
আরও পড়ুন: আল-আরাফাহ ইসলামী ব্যাংকে চাকরি, বয়স ৩৫ হলেও সুযোগ আবেদনের
দৈনিক কর্মঘণ্টা: ৫;
চুক্তির মেয়াদ: যোগদানের তারিখ থেকে ৩১ জুলাই ২০২৮ পর্যন্ত;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে (১ জুলাই ২০২৫ তারিখে);
দরকারি কাগজপত্র—
*আবেদনপত্র;
*জীবনবৃত্তান্ত (সিভি);
*শিক্ষাগত যোগ্যতার সনদ;
*পাসপোর্ট সাইজের ছবি ২ কপি;
*জাতীয় পরিচয়পত্র;
*নাগরিকত্ব সনদ;
আরও পড়ুন: ট্রেইনি অফিসার নেবে এনআরবি ব্যাংক, প্রবেশনকালে বেতন চল্লিশ হাজার
আবেদনের যোগ্যতা—
*রসায়নবিদ্যায় ৪ বছর মেয়াদি স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
পরিচালক (এইচআরডি-১), হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা-১০০০ বরাবর সরাসরি, ডাকযোগে অথবা gm.hrd@bb.org.bd ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৭ আগস্ট ২০২৫;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট