কার রেসিংয়ে নেমে দুর্ঘটনার কবলে অভিক আনোয়ার

অভিক আনোয়ার ও ক্ষতিগ্রস্ত গাড়ি
অভিক আনোয়ার ও ক্ষতিগ্রস্ত গাড়ি © টিডিসি সম্পাদিত

বিশ্বব্যাপী বহুল জনপ্রিয় খেলা রেসিং বাংলাদেশে খুব একটা পরিচিত না। তবে গত কয়েক বছর ধরে রেসার অভিক আনোয়ারের হাত ধরে সেই রেসিংয়েও বাংলাদেশের পতাকা উড়ছে। দেশকে বহুবার আন্তর্জাতিক মঞ্চে সাফল্য এনে দিয়ে খবরের শিরোনাম হয়েছেন অভিক। তবে, এবার ভিন্ন কারণে শিরোনাম হলেন। কার রেসিংয়ে নেমে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন।

আজ শনিবার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে অভিক আনোয়ারের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পেজের অ্যাডমিনের বরাত দিয়ে বলা হয়েছে, 'সেপাং ইন্টারন্যাশনাল সার্কিটে রেস ওয়ানে তার গাড়ি মারাত্মক দুর্ঘটনায় পড়েছে। এই মুহূর্তে তাকে মেডিকেল সেন্টারে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাকে প্রার্থনায় রাখুন।' 

এর আগে আজ সকালের দিকে এক পোস্টে তিনি লিখেছিলেন, 'গতকালের কোয়ালিফাইং ল্যাপে আমি পি-৪ পেয়েছি। আরও ভালো হতো যদি গাড়িটা টার্ন ৫ আর টার্ন ৬-এ হঠাৎ করে স্লাইড না করত। ইনশা আল্লাহ, আগামীকাল বাংলাদেশের জন্য পোডিয়ামে জায়গা পেতে লড়াই করব!'

প্রসঙ্গত, বিদেশের মাটিতে রেস জয়ী প্রথম বাংলাদেশি হিসেবে কয়েকবছর আগেই পরিচিতি অর্জন করেন অভিক আনোয়ার। ব্যয়বহুল এই খেলা এখনও বাংলাদেশে জনপ্রিয় হয়ে না উঠলেও তিনি পিছু হটেননি। কানাডায় পড়াশুনাকালীন নিজেকে প্রস্তুত করেছেন এই খেলার জন্য। এরপরে বিভিন্ন চড়াই-উতরাই পার করে বিশ্ব দরবারে বাংলাদেশের নাম তুলে ধরেছেন।