গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৮৯, আহত ৪৬৭
- ২৭ জুলাই ২০২৫, ১২:৪৫
গাজার উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ৮৯ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও অন্তত ৪৬৭ জন। শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলমান অভিযানে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ হাজার ৬৭৬ জনে। আহত হয়েছেন আরও ১ লাখ ৪৩ হাজার ৯৬৫ জন।
জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় একাধিকবার ইসরায়েলকে গাজায় সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে। এ ছাড়া ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার অভিযোগও দায়ের হয়েছে।
তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট করে জানিয়েছেন, হামাসকে চূড়ান্তভাবে নিঃশেষ করা পর্যন্ত অভিযান চলবে। [সূত্র: আনাদোলু এজেন্সি]