হলি ক্রস কলেজে একাদশে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ শনিবার

দেশের অন্যতম নারীশিক্ষা প্রতিষ্ঠান হলি ক্রস কলেজ
দেশের অন্যতম নারীশিক্ষা প্রতিষ্ঠান হলি ক্রস কলেজ © সংগৃহীত ছবি

রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত দেশের অন্যতম নারীশিক্ষা প্রতিষ্ঠান হলি ক্রস কলেজ। প্রতিষ্ঠানটিতে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আগামীকাল শনিবার (২৬ জুলাই)। কলেজ সূত্রে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিটি কলেজের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশিত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সাধারণত কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান বাদে দেশের সব কলেজে সরকারিভাবে লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া হবে। ভর্তির আবেদনের যোগ্যতা হিসেবে বিভিন্ন কলেজে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখার জন্য বিভিন্ন ধরনের জিপিএ চাওয়া হয়। তবে নিজস্ব প্রক্রিয়ায় হলি ক্রস কলেজ একাদশে ভর্তি নেয়। প্রতিবছরই এখানে ভর্তি পরীক্ষা নেওয়া হয়, এবং যোগ্যতা অনুযায়ী নির্বাচিত ছাত্রীদের ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হয়।

বছরের পর বছর ধরে একাডেমিক সাফল্যে এগিয়ে থাকা হলি ক্রস কলেজ ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের প্রথম পছন্দের একটি প্রতিষ্ঠান। ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় হলি ক্রস কলেজ থেকে মোট ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১ হাজার ৩০৭ জন উত্তীর্ণ হন। জিপিএ–৫ পেয়েছেন ১ হাজার ১৯ জন। পাসের হার ৯৯ দশমিক ৯৫ শতাংশ।

উল্লেখ্য, বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য—তিনটি বিভাগেই এই কলেজে সমন্বিত ও মানসম্মত শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। সুশৃঙ্খল পরিবেশ, দক্ষ শিক্ষক ও শিক্ষার উচ্চমান ধরে রাখার কারণে কলেজটি প্রতি বছরই ভর্তি পরীক্ষায় বিপুলসংখ্যক শিক্ষার্থীর আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।