মাদারীপুরে যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রসহ আটক ৬
- ২৫ জুলাই ২০২৫, ২২:৫০
মাদারীপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমান দেশি-বিদেশি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় নারীসহ ৬ জনকে আটক করে যৌথবাহিনী। শুক্রবার (২৫ জুলাই) দুপুরে মাদারীপুর সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর কাজী ফয়সাল ফারুক সংবাদ সম্মেলনে অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন, সদর উপজেলার ঘুনসি গ্রামের শাহ আলম মাতুব্বরের ছেলে কালাম মাতুব্বর (৫৩), একই গ্রামের মৃত আব্দুল করিম মাতুব্বরের ছেলে মিলন মাতুব্বর (৫৪), শাহ আলম মাতুব্বর ছেলে মনু মাতুব্বর (৫০), কালাম মাতুব্বরের স্ত্রী লাকি বেগম (৪৫), মফিজ মাতুব্বরের স্ত্রী পারুল বেগম (৪৫) ও শিহাব মাতুব্বরের স্ত্রী খাদিজা আক্তার (২৩)।
মাদারীপুর সদর আর্মি ক্যাম্পের কমান্ডার কাজী ফয়সাল ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর আর্মি ক্যাম্প ও মাদারীপুর থানা পুলিশের যৌথ অভিযানে শিরখাড়া থেকে ৭ দশমিক ৬৫ মি.মি ১টি পিস্তল,৭.৬৫ মিঃ মিঃ পিস্তলের ম্যাগাজিন একটি,৬৫ মিঃ মিঃ পিস্তলের এ্যামো পাঁচ রাউন্ড,ইয়ার গান একটি, ইয়ার গানের কার্টিজ ১২০ রাউন্ড, ৩০৩ কাটা রাইফেল একটি,বেজবল ব্যাট একটি,স্টিলের গিয়ার চাকু দুটি,চাইনিজ কুড়াল দুটি,রামদা সাতটি,বল্লম একটি,টেটা ১৮টি, গাঁজা এক পুড়িয়া,টর্চ লাইট একটি, পাসপোর্ট একটি,এনআইডি কার্ড একটি,মোবাইল ফোন পাঁচটি,ট্যাব একটিসহ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাদারীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা।