কচুর লতি তুলতে গিয়ে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু 

প্রতীকী ছবি
প্রতীকী ছবি © সংগৃহীত

নেত্রকোণার বারহাট্টা উপজেলায় কচুর লতি তুলতে গিয়ে বজ্রপাতে ইছাক (১২) নামের এক মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(২৪ জুলাই)  সকালে উপজেলার আসমা ইউনিয়নের গাভারকান্দা গ্রামে বজ্রপাতের ঘটনাটি ঘটে। নিহত ইছাক গাভারকান্দা গ্রামের ফজু রহমানের ছেলে এবং গাভারকান্দা হাফিজিয়া মাদরাসার ছাত্র। 

পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে ইছাক বাড়ির সামনের জমি হইতে কচুর লতি তুলতে গিয়েছিল।এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। পরে বজ্রপাতে আহত হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ইছাকের এ অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম।

উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান জানান, আসমা ইউনিয়নে গাভারকান্দা গ্রামে বজ্রপাতে শিশু নিহতের ঘটনাটি আমি শুনেছি। খুবই হৃদয় বিদারক ঘটনা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শোকাহত পরিবারটিকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।