ভারতে পালাতে গিয়ে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার
- ২৫ জুলাই ২০২৫, ২১:৫৪
ভারতে পালানোর চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে বাগেরহাট জেলা জাতীয় শ্রমিক লীগ শাখার সাধারণ সম্পাদক মনির হোসেন খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভারত গমনেচ্ছু মনির হোসেন বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশ করলে তার আচরণ সন্দেহজনক মনে হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি নিজের রাজনৈতিক পরিচয় গোপন রাখার চেষ্টা করেন।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী বলেন, ‘প্রাথমিকভাবে তার পরিচয় যাচাইয়ের সময় সে রাজনীতির সঙ্গে জড়িত নয় বলে দাবি করে। তবে পাসপোর্ট যাচাই-বাছাই ও গোয়েন্দা সংস্থার তালিকা অনুযায়ী জানা যায়, তিনি বাগেরহাট সদর থানার একাধিক মামলার পলাতক আসামি ও পুলিশের ‘ওয়াচ লিস্টে’ থাকা ব্যক্তি।’
গ্রেফতারের পর তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে পরবর্তী আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে বাগেরহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। মনির হোসেন খান বাগেরহাট জেলার নাগেরবাজার এলাকার বাসিন্দা। তার পিতা মুসলিম খান।