‘স্বার্থক মা, আদর্শ শিক্ষক’—মাহেরীন চৌধুরীকে শ্রদ্ধা জামায়াত আমিরের

মাহেরীন চৌধুরী
মাহেরীন চৌধুরী © সংগৃহীত ছবি

নিজের জীবন দিয়ে ২০ শিক্ষার্থীর প্রাণ রক্ষা করে বিরল দৃষ্টান্ত স্থাপন করা মাইলস্টোন স্কুলের শিক্ষিকা মাহেরীন চৌধুরীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি মাহেরীন চৌধুরীকে একজন আদর্শ শিক্ষিকা ও আদর্শ মা হিসেবে অভিহিত করেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে ডা. শফিকুর রহমান লেখেন, ‘মা হিসেবে আপনি স্বার্থক, মাহেরীন চৌধুরী!’

তিনি আরও বলেন, ‘আপনি একজন আদর্শ শিক্ষিকা এবং একজন আদর্শ মা। আপনার শিক্ষার্থীদের জন্য যে ভালোবাসা, যত্ন ও দায়িত্ব পালন করেছেন, তা একজন নিঃস্বার্থ মায়ের প্রতিচ্ছবি।’

শিক্ষিকা মাহেরীন চৌধুরীর আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করে জামায়াত আমির আরও লেখেন, ‘আপনার মতো মা আল্লাহ এই জাতিকে আরও বেশি করে দান করুন। আল্লাহ আপনাকে ক্ষমা করুন, আপনার প্রতি রহম করুন এবং আপনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমিন।’