চীনের বিমানবন্দরে ঢাবি অধ্যাপকের মৃত্যু, দেশে ফিরছিলেন কনফারেন্স শেষে

অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম
অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম © টিডিসি সম্পাদিত

হার্ট অ্যাটাকে মারা গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। গতকাল বুধবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় দুপুর একটার দিকে দক্ষিণ কোরিয়ায় একটি আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণ শেষে দেশে ফেরার পথে চীনের ইউনান প্রদেশের কুনমিং বিমানবন্দরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, মৃত্যুকালে অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বয়স হয়েছিল ৪৮ বছর। ঘটনার সময় তিনি একাই ছিলেন। পরে বিমানবন্দর কর্তৃপক্ষ যোগাযোগ করলে রাতে বিষয়টি জানাতে পারে তার পরিবার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, মর্মান্তিক এ ঘটনায় আমরা বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত। তার মরদেহ দেশে আনার চেষ্টা চলছে। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বিক সহযোগিতা করবে।

তিনি জানান, দেশে ফেরার পথে কুনমিং বিমানবন্দরে তিনি মারা যান। ঘটনার সময় তিনি একা ছিলেন। পরে তার বিমান টিকেট থেকে ট্রাভেল এজেন্সির ফোন নাম্বারে যোগাযোগ করা হয়। এরপর ট্রাভেল এজেন্সি থেকে বিশ্ববিদ্যালয়ের স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ আবুল কাউসারের সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি আমরা জানতে পারি।

বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. দিদারুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, গত ১৮-২০ জুলাই তিনদিন ব্যাপী কোরিয়ায় ৭ম ‘ইস্ট এশিয়ান সোসাইটি ফর দ্য সাইন্টেফিক স্ট্যাডি ফর রিলিজিয়ন’ বার্ষিক কনফারেন্স ছিল। সেখানে অংশগ্রহণ শেষে উনি দেশে ফিরে গতকালই বিশ্ববিদ্যালয়ের নিজ বিভাগে যোগদান করার কথা ছিল। আজ পরীক্ষার হলে দায়িত্বও ছিল কিন্তু সেখানে গিয়ে খোঁজ করেও উনাকে পাইনি। পরে মৃত্যুর খবর পেলাম।