প্রথমবারের মতো আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় বাংলাদেশের ২২ জন খুদে গণিতবিদের অংশগ্রহণ

২২ জন খুদে গণিতবিদের প্রতিযোগিতায় অংশগ্রহণ
২২ জন খুদে গণিতবিদের প্রতিযোগিতায় অংশগ্রহণ © টিডিসি ফটো

বাংলাদেশ থেকে প্রথমবারের মতো ওয়ার্ল্ড ম্যাথমেটিক্স ইনভাইটেশনাল-২০২৫ (ডব্লিউএমআই-২০২৫) এ অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশের ২২ জন খুদে গণিতবিদ। গণিতের আন্তর্জাতিক প্রতিযোগিতা আগামী ২৬ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বাংলার ম্যাথের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সেমিনারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

ওয়ার্ল্ড ম্যাথমেটিক্স ইনভাইটেশনাল-২০২৫ (ডব্লিউএমআই-২০২৫) এ বাংলাদেশ দলের প্রতিনিধিত্বকারী শিক্ষার্থীরা হলেন, তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী একাডেমিয়া স্কুলের ফাইজাহ্ নুমা, ও মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের জাসিয়াহ রওজাত; চতুর্থ শ্রেণি থেকে আনন্দনিকেতন স্কুল এন্ড কলেজের অর্ণব রঞ্জন পাল এবং সানিডেল স্কুলের রায়েদ ফারযাদ; পঞ্চম শ্রেণী থেকে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, সাতারকুলের আরিয ইনতিশার চৌধুরী ও ব্রিটিশ স্ট্যান্ডার্ড স্কুলের গৈরিক পাল; ষষ্ঠ শ্রেণী থেকে হলি ক্রস গার্লস হাইস্কুলের এর আর্যশ্রেষ্ঠা ঘোষ, মৃন্ময়ী ঘোষ এবং আইডিয়াল স্কুল এন্ড কলেজের রাজর্ষি সাহা; সপ্তম শ্রেণী থেকে এসএফএক্স গ্রিন হেরাল্ড স্কুলের মারজানা মানহা, মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজের মো. আব্দুল আল হাসিব এবং খুলনা কলেজিয়েট গার্লস স্কুলের শাওন্তিকা দাস মেঘা।

অষ্টম শ্রেণি থেকে প্রতিনিধিত্ব করছেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের রিশান আন নাফি; নবম শ্রেণী থেকে সানিডেল স্কুলের মুনতাহা মানহা ও গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের আয়্যান জামান; দশম শ্রেণি থেকে রাজশাহী কলেজিয়েট স্কুলের আহবাব জুলকীফাল জাহিন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের দেওয়ান মোহাম্মদ সুনান, সানিডেল স্কুলের ইশাম ওয়াফিদুর রহমান, স্কলাস্টিকা স্কুলের মোহাম্মদ রহিম হাসান, কুমিল্লা জিলা স্কুলের মো. তাহসিন ইসলাম, সেন্ট গ্রেগরী হাই স্কুল এন্ড কলেজের সাদ বিন আহমেদ। একাদশ শ্রেণি থেকে প্রতিনিধিত্ব করছেন রাজউক উত্তরা মডেল কলেজের নাহিয়ান পারিন ইফা।

এ ছাড়া বাংলাদেশ দলের কোচ হিসেবে থাকবেন আহমেদ শাহরিয়ার, এস এম মাহতাব হোসাইন এবং মো. আশরাফুল আল শাকুর।

বাংলার ম্যাথের সহ-প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ দলের কোচ আশরাফুল আল শাকুর বলেন, ‌‘আমাদের শিক্ষার্থীদের মেধা এবং দক্ষতা দুটোই আছে। শুধু প্রয়োজন চর্চার পরিবেশ এবং সঠিক মনিটরিং। তাহলে আন্তর্জাতিক অঙ্গনে গণিত প্রতিযোগিতায় বাংলাদেশের জন্য ভালো ফলাফল আনা সম্ভব।’

অংশগ্রহণকারী সেন্ট গ্রেগরি স্কুলের শিক্ষার্থী সাদ বিন আহমেদ বলেন, ‘যেহেতু ডব্লিউএমআইতে দুইটি রাউন্ডের সম্মিলিত ফলাফলের ভিত্তিতে বিজয়ী নির্ধারিত হয় তাই আশানুরূপ ফলাফলের জন্য আমাদের দলের সবাই কঠোর পরিশ্রম করেছে এবং আমরা নিজেদের সেরাটা দিতে প্রস্তুত আছি।’

আয়োজকরা জানান, ওয়ার্ল্ড ম্যাথমেটিক্স ইনভাইটেশনাল (ডব্লিউএমআই) এর বাংলাদেশ গণিত দলের সদস্যদের নির্বাচনের লক্ষ্যে আয়োজিত বাংলার ম্যাথ এক্সিলেন্সি চ্যাম্পিয়নশিপ (বিএমইসি) ২০২৫ এ সারা দেশ থেকে ২০০০ এর অধিক শিক্ষার্থী নিবন্ধন করে। নিবন্ধনকৃত শিক্ষার্থীদের নিয়ে প্রথমে অনুষ্ঠিত হয় ‘অনলাইন বাছাই রাউন্ড’। এই ধাপে নির্বাচিতদের নিয়ে ‘গণিত হোক আনন্দের’ স্লোগানে গত ৩০ মে, ২০২৫ এ ঢাকার ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) তে অনুষ্ঠিত হয় বাংলার ম্যাথ এক্সিলেন্সি চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর জাতীয় পর্যায়। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪০০ শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। 

শ্রেণিভিত্তিক গণিতের এই জাতীয় প্রতিযোগিতায় মোট ১০০ জন বিজয়ী হয়। বিজয়ীদের জাতীয় পর্বের পরীক্ষা এবং পরবর্তীতে নির্বাচনী পরীক্ষার মাধ্যমে ২২ জনের একটি টিমকে ওয়ার্ল্ড ম্যাথমেটিক্স ইনভাইটেশনাল ২০২৫ এর জন্য নির্বাচিত করা হয়।

উল্লেখ্য, বিশ্বজুড়ে ২৩টি দেশের প্রায় ১৫০০ মেধাবী গণিতবিদদের সঙ্গে শ্রেণিভিত্তিক গণিতের এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলার ম্যাথের সামগ্রিক ব্যবস্থাপনায় অংশগ্রহণ করবে বাংলাদেশ দল।