বাংলাদেশকে প্রথম উইকেট উপহার দিলেন নাসুম

নাসুম আহমেদ
নাসুম আহমেদ © সংগৃহীত

ইনিংসের শুরু থেকেই বাংলাদেশের বোলারদের ওপর তাণ্ডব চালাচ্ছিলেন পাকিস্তানের দুই ওপেনার সাহিবজাহা ফারহান ও সাঈম আইয়ুব। চার-ছক্কার ফুলঝুরিতে পাওয়ার প্লেতেই দলীয় হাফ-সেঞ্চুরি ছুঁয়ে ফেলে সফরকারীরা। এতে ৬ ম্যাচ পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে উদ্বোধনী জুটিতে ৫০ ছাড়ায় পাকিস্তান। অবশ্য এরপরই উইকেটের দেখা পায় বাংলাদেশ। 

অষ্টম ওভারে সাইমকে ফিরিয়ে দলকে প্রথম উইকেট এনে দেন নাসুম আহমেদ। এতে ভাঙে তাদের ৮২ রানের জুটি। ১৫ বলে ২১ রান করা এই ওপেনার ডিপ স্কোয়ার লেগে শামীমের মুঠোবন্দি হন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভার শেষে ১ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৮২ রান। ব্যাটিংয়ে নেমেছেন মোহাম্মদ হারিস। 

এর আগে, টস জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। এছাড়া এই ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা করে দেখার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। দ্য গ্রিন ম্যানদের বাংলাওয়াশ করার মিশনে একাদশে পাঁচ পরিবর্তন এনেছে স্বাগতিকরা।