সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র গ্রেফতার
- ২৪ জুলাই ২০২৫, ১৫:২৯
পাবনা জেলার সাঁথিয়া থানায় বিস্ফোরক মামলার আসামিকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ। গ্রেফতার ব্যাক্তির নাম মো. মাহবুবুল আলম বাচ্চু (৫০)।
বুধবার (২৩ জুলাই) বিকাল পৌনে ৪ টার দিকে পল্টন থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সিটিটিসি সূত্রে জানা যায়, গ্রেফতার মাহবুবুল সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র এবং সাঁথিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি। তিনি পাবনা জেলার সাঁথিয়া থানার বিস্ফোরক মামলার আসামি। এছাড়াও তার বিরুদ্ধে পাবনা জেলার সাঁথিয়া ও বেড়া থানায় একাধিক মামলা রয়েছে।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।