শামসুন নাহার হল ট্র্যাজেডি ও ‘ছাত্রী নির্যাতন প্রতিরোধ দিবস’ স্মরণে মোমবাতি প্রজ্বালন
- ২৬ জুলাই ২০২৫, ১৮:৫৫
২০০২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল ট্র্যাজেডি ও ‘ছাত্রী নির্যাতন প্রতিরোধ দিবস’ স্মরণে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়। বুধবার (২৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করে তারা। এ সময় ‘হল দখলের রাজনীতি, চলবে না , চলবে না’, ‘শিক্ষাঙ্গনে হল দখলের রাজনীতি, চলবে না, চলবে’ ইত্যাদি স্লোগান দেয় তারা।
মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের নারী নেত্রীরা বলেন, ‘২০০২ সালে এই দিনে শামসুন্নাহার হলে বহিরাগত ছাত্রদল নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্বিচার হামলা চালায়। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের সহায়তায় ছাত্রদলের নেতারা হলে ঢুকে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর এ হামলা চালান। এর পরিপ্রেক্ষিতে পুরো ক্যাম্পাসে নির্যাতনবিরোধী ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়েছিল। যায় পরিপ্রেক্ষিতে এইটি তদন্ত কমিটি গঠন করেছিল। আজকে ২৩ বছর হয়ে গেছে তদন্ত কমিটি কোনো তদন্ত এখনো প্রতিবেদন জমা দিতে পারেনি। কারণ, তখন ক্ষমতাশালী রাজনৈতিক শক্তি এ ঘটনা ঘটিয়েছিল। ফলে বিচারহীনতার যে সংস্কৃতি এখনো আমরা লক্ষ করছি।’
তিনি বলেন, ‘যারা এখন ২৪-এর বাংলায় এ ঘটনাকে ভিন্ন আঙিকে দাঁড় করাতে চায় তারা সঠিক পথে হাঁটছে না। এটা ঘটনাটি একটি ধ্রুব সত্যা। আর যেন কখনো শামসুন নাহার হলের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। আমরা একটি নিরাপদ ক্যাম্পাস চাই।’