কারিগরি শিক্ষকদের জুন মাসের বেতন কবে, জানাল শিক্ষা অধিদপ্তর
- ২৩ জুলাই ২০২৫, ১৮:৩৮
দেশের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় কর্মরত এমপিও শিক্ষকদের চলতি বছরের জুন মাসের বেতন আগামী সপ্তাহে দেওয়া হবে বলে জানিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। আজ বুধবার (২৩ জুলাই) বিকেলে দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পিআইইউ) প্রকৌশলী মো. মাকসুদুর রহমান।
তিনি বলেন, ‘জুন মাসের বেতন আগামী সপ্তাহে শিক্ষকরা পেয়ে যাবেন। আমরা ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আইবাস সিস্টেমে বেতন পাঠিয়েছি। তবে আইবাসে কিছু কারিগরি সমস্যার কারণে এখনো বেতন দেওয়া সম্ভব হয়নি। আশা করছি, আগামী সপ্তাহের রবিবার (২৭ জুলাই) অথবা সোমবার (২৮ জুলাই) এর মধ্যেই শিক্ষকরা তাদের বেতন পেয়ে যাবেন।’
তিনি আরও জানান, ‘জুন মাসের বেতন প্রদানের জন্য প্রয়োজনীয় সব প্রশাসনিক কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ইনশাআল্লাহ, আইবাসের মাধ্যমে ৫০০ থেকে ৬০০ শিক্ষক বেতন পাবেন। এরপর বাকিরাও তাদের বেতন পেয়ে যাবেন।’