স্বাক্ষর জালিয়াতি করে অর্থ আত্মসাৎ, মাদ্রাসার অধ্যক্ষকে শুনানিতে ডাকল অধিদপ্তর
- ৩১ জুলাই ২০২৫, ১২:৩৫
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাধীন হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া সুন্নিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মো. মইনুল ইসলাম পারভেজের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে তাকে শুনানির জন্য ডেকেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। এ সময় প্রয়োজনীয় কাগজপত্রও সঙ্গে আনতে বলা হয়েছে।
অধ্যক্ষের দ্বিতীয় শুনানী গ্রহণ নিয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (অডিট ও আইন) মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলাধীন হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া সুন্নিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মো. মইনুল ইসলাম পারভেজের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: ওয়েবসাইটে এখনও শিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের, জারি হয়নি অপসারণের নির্দেশনাও
এ বিষয়ে আগামী ২৯ জুলাই (মঙ্গলবার) সকাল ১০টায় অধিদপ্তরের সভাকক্ষে দ্বিতীয়বার শুনানি অনুষ্ঠিত হবে। শুনানিতে মাদ্রাসার ব্যাংক হিসাব (এফডিআর) সংক্রান্ত সকল ডকুমেন্টস এবং অভিযোগে উল্লিখিত স্বাক্ষর জাল সংক্রান্ত কাগজপত্র, ব্যাংক স্টেটমেন্টসহ প্রয়োজনীয় প্রমাণাদিসহ উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।