বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে জাবি শিবিরের দোয়া মাহফিল

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে জাবি শিবিরের দোয়া মাহফিল
বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে জাবি শিবিরের দোয়া মাহফিল © সংগৃহীত

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রশিবির। 

মঙ্গলবার (২২ জুলাই) মাগরিবের নামাজের পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করেন শিবিরের নেতাকর্মীরা।

মোনাজাতে শিক্ষার্থীসহ নিহত সকলের জন্য রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় করেন তারা।

মোনাজাত পরবর্তী সময়ে শাখা শিবিরের সভাপতি মুহিবুর রহমান মুহিব বলেন, "মাইলস্টোনে নিহত শিক্ষার্থীদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় আজকে আমরা দোয়া মাহফিলের আয়োজনটি করেছি। আমাদের যতটুকু সামর্থ্য আছে, ততটুকু দিয়েই শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছি।"

তিনি আরও বলেন, "আহত শিক্ষার্থীদের জন্য আমাদের জনশক্তিরা সাধ্যমত কাজ করে যাচ্ছেন। আমাদের জনশক্তিরা ঢাকা মেডিকেলে গিয়ে রক্ত দিয়ে এসেছেন। এছাড়াও আহতদের সহায়তায় সাধ্যমত প্রচেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।"

শাখা শিবিরের দপ্তর ও প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, "ছাত্রশিবির শিক্ষার্থীদের যৌক্তিক অধিকার আদায়ে সরব হওয়ার পাশাপাশি তাদের বিপদে পাশে দাঁড়ানোর ক্ষেত্রেও অগ্রগামী। মাইলস্টোনে দুর্ঘটনার প্রেক্ষিতে জাবি থেকে আমাদের জনশক্তিরা ঢাকা মেডিকেলসহ অন্যান্য হাসপাতালে গিয়ে রক্ত দান করে এসেছে এবং আহতদের সহায়তায় এখনও সাধ্যমত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।" 

তিনি আরও বলেন, "মাইলস্টোনে বিমান দূর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের আল্লাহ জান্নাতের বাগানের ফুল হিসেবে কবুল করুন এই দোয়া করি, তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা এবং কষ্ট প্রশমনের জন্য আল্লাহর কাছে দোয়া করছি। এছাড়াও শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি তিনি গভীর সমবেদনা জানান।"