মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ যুবক আটক

সাইফুল ইসলাম রিজন
সাইফুল ইসলাম রিজন © টিডিসি

চাঁদপুর সদর উপজেলার ব্যাংক কলোনি এলাকার বিষ্ণুদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে।

ঘটনাটি ঘটে (২২ জুলাই) সোমবার সকাল সাড়ে ৭টায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সার্কেলের পরিদর্শক মো: আহসান হাবীবের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মোঃ সাইফুল ইসলাম রিজন (৩৮) নামে একজনকে আটক করা হয়।

আটক সাইফুল ইসলাম রিজন হাইমচর উপজেলার চারবংশী ইউনিয়নের আলগিবাজার মেজি বাড়ির বাসিন্দা। তার পিতার নাম মোঃ আবুল কাশেম এবং মাতার নাম রোমেলা আফরোজ রিনা। বর্তমানে সে চাঁদপুর পৌরসভার ওয়ার্ড নং ১৫-এর ব্যাংক কলোনি এলাকার বিষ্ণুদী বাইতুল উম্মি হোল্ডিং নং ৪৩০ তিনতলা ভবনের নিচতলার উত্তর পাশের ইউনিটে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন (সেলিম আহম্মদের বাড়ি)।

অভিযানে রিজনের ভাড়াকৃত ইউনিট থেকে উদ্ধার করা হয় ৪০ (চল্লিশ) পিস পলি জিপার প্যাকেটে রাখা এ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট। একটি লাল রঙের টিস্যু কাপড়ের ব্যাগে পলিথিনে মোড়ানো অবস্থায় রাখা ১৫০ (একশত পঞ্চাশ) গ্রাম গাঁজা।

আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। চাঁদপুর সদর মডেল থানায় মামলাটি রুজু করা হবে বলে নিশ্চিত করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, চাঁদপুর শহরের অভ্যন্তরে মাদক নির্মূল ও নিয়ন্ত্রণে এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।