আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উত্তেজনা, পরে কী ঘটল?
- ২৪ জুলাই ২০২৫, ১৭:২০
রাজধানীর গুলিস্তানে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঙ্গলবার (২২ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে হঠাৎ করে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় যুব শক্তির নেতাকর্মীরা সেখানে একটি মশাল মিছিল নিয়ে উপস্থিত হন এবং আওয়ামী লীগবিরোধী নানা স্লোগান দিতে থাকেন।
জানা যায়, সন্ধ্যার পর পল্টন মোড় থেকে একটি মশাল মিছিল বের করে এনসিপি ও জাতীয় যুব শক্তির নেতাকর্মীরা। তারা আওয়ামী লীগবিরোধী স্লোগান দিতে দিতে গুলিস্তানে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে পৌঁছান। এরপর কয়েকজন মিছিলকারী মশাল হাতে কার্যালয়ের পরিত্যক্ত ভবনে প্রবেশ করেন এবং ভেতরে নানা স্লোগান দিতে থাকেন।
এর আগে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘জুলাই স্মৃতি প্রদর্শনী’ আয়োজন করা হয়। পরে তারা পরিত্যক্ত ভবনটিকে ‘জুলাই যোদ্ধা পুনর্বাসন ও কর্মসংস্থান কেন্দ্র’ হিসেবে ঘোষণা করে সেখানে একটি ব্যানার টাঙিয়ে দেয়।
এদিকে ঘটনাস্থলে সন্ধ্যা থেকে অবস্থান নেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতাকর্মীরা। এ সংক্রান্ত কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে রাতেও আওয়ামী লীগ কার্যালয়ের বিপরীত পাশে বিএনপির নেতাকর্মীদের অবস্থান লক্ষ্য করা যায়।
এনসিপির এক নেতা বলেন, ‘আওয়ামী লীগের পেতাত্মারা এখনও দেশে বিশৃঙ্খলা করার ষড়যন্ত্র করছে। তাদের সন্ত্রাসী চক্র এখনো সক্রিয়। এদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় যদি দেশে বড় ধরনের বিশৃঙ্খলা ঘটে, তাহলে এর দায় সরকারকেই নিতে হবে।’