১৫ রানে ৫ উইকেট নেই পাকিস্তানের

উইকেট পাওয়ার পর বাংলাদেশি খেলোয়াড়দের উদযাপন
উইকেট পাওয়ার পর বাংলাদেশি খেলোয়াড়দের উদযাপন © সংগৃহীত

বাংলাদেশের পেসাররা যেন সময়ের সেরা ছন্দে রয়েছেন। টাইগার পেসারদের আগুনঝড়া বোলিংয়ে রীতিমত ধস নেমেছে পাকিস্তানের ব্যাটিং লাইন-আপে। দলীয় ১৫ রানের মধ্যেই প্যাভিলিয়নে ফিরেছেন পাকিস্তানের পাঁচ ব্যাটার।

লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় সফরকারীরা। মেহেদীর করা ওভারের শেষ বলে রানআউট সাইম আইয়ুব (৪ বলে ১)। পয়েন্টের দিকে ঠেলে ১ রান নিতে চেয়েছিলেন। তবে শেষ রক্ষা হয়নি। পারভেজ–রিশাদের হাত ঘুরে আসার পর লিটনের গ্লাভসে ভাঙে উইকেট। 

এরপর দ্বিতীয় ওভারে আউট মোহাম্মদ হারিস। টানা দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হারিসকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন শরীফুল ইসলাম। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি প্রথম বলেই আউট হওয়া হারিস।

খানিকক্ষণ পর ফখর জামানও ৮ বলে ৮ রান করে ফেরেন। বাঁহাতি পেসার শরীফুলের বলে উইকেটকিপার লিটন দাসকে ক্যাচ দেন ফখর জামান।

এরপর নিজের প্রথম ওভারে পরপর দুটি ডেলিভারিতে হাসান ও মোহাম্মদ নেওয়াজকে ফিরিয়ে পাকিস্তানের স্কোরটাকে ১৫/৫ বানিয়ে ফেলেন তানজিম হাসান। দুই নেওয়াজকেই উইকেটকিপার লিটন দাসের ক্যাচ বানিয়ে ফেরান তিনি। হাসান ৬ বলে ও মোহাম্মদ নেওয়াজ ১ বল খেলে রানের খাতা স্পর্শ করতে পারেননি।