ড. ইউনূস, জামায়াত ও নাহিদ গং ‘লাশের কারিগর’, অভিযোগ ঢাবি শিক্ষকের

ড. নীলিমা আক্তার
ড. নীলিমা আক্তার © ফেসবুক থেকে সংগৃহীত

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার পর অন্তর্বর্তী সরকারের তীব্র সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নীলিমা আক্তার। তিনি দাবি করেছেন, ‘লাশের রাজনীতি’ করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্ববায়ক নাহিদ ইসলামের অনুসারীদেরও দায়ী করেছেন।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব অভিযোগ তোলেন তিনি। আওয়ামীপন্থী শিক্ষক হিসেবে পরিচিত ড. নীলিমা স্ট্যাটাসে লিখেছেন, “কোনো ইস্যু নেই, তবু ইস্যু তৈরি করে গত বছর যারা ছোট ছোট ছেলেদের গুলির মুখে ঠেলে দিয়েছিল, তারা এবার বিমান ‘দুর্ঘটনায়’ মৃত মানুষের সংখ্যা নিয়েও অসততা করেছে!”

তিনি আরও লিখেছেন, “তার আগে তারা বঙ্গবন্ধুর জন্মভূমিতে আক্রমণ চালিয়েছে, গোপালগঞ্জের মানুষকে কুকুরের মতো হত্যা করেছে। আজ তারা ছোট ছোট ছেলেদের উপর চড়াও হয়েছে! গত বছর থেকে আজ পর্যন্ত যত লাশ, যত ক্ষত, যত ব্রেইনওয়াশ—তার জন্য দায়ী জামায়াত, নাহিদ গং এবং ড. ইউনূস।”

ড. নীলিমা আক্ষেপ করে বলেন, “তরুণরা যাদের দেশ গড়ার কারিগর ভেবেছিল, এখন বুঝতে পারছে—জামায়াত, নাহিদ গং এবং ড. ইউনূস আসলে লাশের কারিগর! এরা দেশনাশের কারিগর!”