চাঁদপুরে ‘জুলাই পদযাত্রা’ সফল করতে এনসিপির সংবাদ সম্মেলন
- ২৩ জুলাই ২০২৫, ১০:১৪
চাঁদপুরে আগামীকাল ২৩ জুলাই (বুধবার) শুরু হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী জুলাই পদযাত্রা। যা চাঁদপুরের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এক ঐতিহাসিক মোড় পরিবর্তনের বার্তা বহন করছে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে চাঁদপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. মাহাবুব আলম।
তিনি বলেন, ‘এই পদযাত্রা চাঁদপুরবাসীর জন্য শুধু একটি কর্মসূচি নয়, বরং এটি আগামী দিনের চাঁদপুর গঠনের এক স্বপ্ন জাগানিয়া উদ্যোগ। আমরা বিশ্বাস করি, জনগণের সক্রিয় অংশগ্রহণে ‘জুলাই পদযাত্রা’ হয়ে উঠবে এক গণজাগরণের মাইলফলক।’
তিনি আরও জানান, রাজধানীর উত্তরা এলাকায় সদ্য ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় নিহত ৩১ জনের প্রতি শ্রদ্ধা জানিয়ে গতকাল (মঙ্গলবার) মাগরিবের নামাজের পর চাঁদপুর বাসস্ট্যান্ড মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
এনসিপির জুলাই পদযাত্রা উপলক্ষে নিম্ন অনুষ্ঠানসূচিতে রয়েছে সকাল ৯টায় শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। বেলা ১১টায় চাঁদপুর বাসস্ট্যান্ডে পথসভা ও পদযাত্রার সূচনা। দুপুর ১টায় হাজীগঞ্জে শহীদ আজাদ চত্বর উদ্বোধন। বিকেল ২টায় দোয়াভাঙ্গায় পদযাত্রা।
পদযাত্রায় থাকবেন, এই মহাসমাবেশে অংশ নিচ্ছেন ২৪ জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলাম, বিপ্লবী নেতা হাসনাত আব্দুল্লাহ, সার্জিম আলম, ডা. তাসনিম জারা, শামান্তা শারমিনসহ কেন্দ্রীয় নেতারা।
এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মো. মিরাজ মিয়া, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. মাহাবুব আল, চাঁদপুর জেলার প্রধান সমন্বয়ক মো. মাহবুব আলম, যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ইশরাত জাহান বিন্দু, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মেহেদী হাসান তানিম, এনসিপির চাঁদপুর জেলা যুগ্ম সমন্বয়ক তামিম খান।
আয়োজকরা জানান, গত কয়েক দিনের প্রচারে জনগণের বিপুল সাড়া পাওয়া গেছে। পদযাত্রাটি চাঁদপুরের ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে প্রেরণার উৎস হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।