গ্রাম পুলিশ সদস্যদের বেতন ও আনুতোষিক ভাতা বাড়াল সরকার

একদল গ্রাম পুলিশ
একদল গ্রাম পুলিশ © সংগৃহীত

গ্রাম পুলিশ বাহিনীর (দফাদার ও মহল্লাদার) বেতন ও অবসরকালীন বা মৃত্যুকালীন (আনুতোষিক) ভাতা বৃদ্ধি করেছে সরকার। বেতন ১ হাজার টাকা এবং আনুতোষিক ভাতা ২০ হাজার টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি চিঠি দেশের সকল জেলা প্রশাসকের (ডিসি) কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, অর্থ বিভাগ গত ২০ মে বেতন ও ভাতা বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেছে। এর ফলে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের দফাদারদের বেতন ৭ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮ হাজার টাকা এবং মহল্লাদারদের বেতন ৬ হাজার ৫০০ টাকা থেকে ৭ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, দফাদারদের অবসরকালীন বা মৃত্যুকালীন (আনুতোষিক) ভাতা ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা এবং মহল্লাদারদের ভাতা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭০ হাজার টাকা করা হয়েছে। এসব ভাতা সরকারি ও ইউনিয়ন পরিষদের তহবিল থেকে সমান (৫০:৫০) হারে প্রদান করা হবে।

এ সিদ্ধান্তের আলোকে ২০২৫-২৬ অর্থবছরের জন্য সরকারি অংশের চাহিদা পাঠানোর এবং ইউনিয়ন পরিষদের অংশ প্রচলিত নিয়মে আয় থেকে দেওয়ার ব্যবস্থা নিতে ডিসিদের অনুরোধ জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ।