মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে কবি নজরুল কলেজে দোয়া মাহফিল

কলেজ মসজিদে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়
কলেজ মসজিদে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয় © সংগৃহীত

বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীসহ এ পর্যন্ত ৩১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছে দেড় শতাধিক। তাদের স্মরণে কবি নজরুল কলেজে রাষ্ট্রীয় শোক পালন করার পাশাপাশি জাতীয় পতাকা অর্ধণমিত রেখে তাদের জন্য দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বাদ জোহর কলেজ মসজিদে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়েছে। একই সঙ্গে আহতদের সুস্থতা কামনা করা হয়। এ সময় পবিত্র কুরআন তেলাওয়াত, দরুদ পাঠ ও মোনাজাতের মাধ্যমে সবার জন্য দোয়া করা হয়।

দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি বলেন বলেন, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিশু শিক্ষার্থীসহ যাদের মর্মান্তিক মৃত্যু হয়েছে, আমরা তাদের রুহের মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ শোকাবহ পরিবারকে ধৈর্যধারণ করার তৌফিক দিন।’

তিনি আরও বলেন, ‘যারা আহত অবস্থায় আছে, তাদের দ্রুত সুস্থতা কামনা করি এবং আমরা সবাই পানাহ চাই এ রকম হঠাৎ মৃত্যু হওয়া থেকে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন উপাধ্যাক্ষ মুহাম্মদ হায়দার মিঞা, ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আতাউর রহমানসহ বিভিন্ন বিভাগীয় প্রধান ও শিক্ষকসহ কলেজের ছাত্র সংগঠনের নেতারা ও সাধারণ শিক্ষার্থীরা।

দোয়া মাহফিলে যাদের মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে, তাদের কথা স্মরণ করে সবাই আবেগঘন হয়ে পড়েন এবং এরকম মর্মান্তিক মৃত্যু না হয় এই জন্য সবাই প্রার্থণা করেন।