সচিবালয়ে সেনাবাহিনী-শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তি
- ২২ জুলাই ২০২৫, ১৯:০১
শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগ দাবিতে রাজধানীর সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এর জেরে সচিবালয়ের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বেলা আড়াইটার দিকে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সচিবালয়ের সামনে এসে জড়ো হন শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়। এক পর্যায়ে সেনাবাহিনীর বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে প্রবেশ করতে চাইলে সাথে শিক্ষার্থীদের সাথে সেনাবাহিনীর ধস্তাধস্তি শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের এক নম্বর গেটের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় তারা ‘ভুয়া ভুয়া’ ও ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে’ ইত্যাদি স্লোগান দেন।
এর আগে, দুপুর ১২টার পর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে যানচলাচল সীমিত হয়ে পড়ে। বিক্ষোভে ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ, আইডিয়াল কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজ, বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন।
বিক্ষোভে অংশগ্রহণকারী ঢাকা সিটি কলেজের এক শিক্ষার্থী বলেন, আমরা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের দুই জনের পদত্যাগ চাই। তারা শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা দিতে পারেনা। শিক্ষার্থীদের নিয়ে তাদের কোন চিন্তা নেই। এত বড় একটা ঘটনা ঘটার পরেও গতকাল রাত দুইটা পর্যন্ত আমাদের এইচএসসি শিক্ষার্থীদের অপেক্ষা করিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এটা কেমন দায়ীত্বজ্ঞানহীন কাজ? আমাদের জীবন নিয়ে তারা তামাশা করছে আবার পরীক্ষা নিয়েও তামাশা করেছে। তারা তো এসির মধ্যে বসে অফিস করে। তাদের বোঝা উচিত এইচএসসি পরীক্ষা আমাদের জীবনের সাথে জড়িত।