আজকের ঘটনা সহজেই এড়ানো যেত, মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে কথা বললেন মুক্তাদির

সালমান মুক্তাদির
সালমান মুক্তাদির © সংগৃহীত

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বিমানবাহিনীর একটি বিমান মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়েছে। বিমানটি প্রথমে মাঠে আছড়ে পড়ে। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ২০ জন নিহত ও দেড় শতাধিক আহত হয়েছে। বিমান বিধ্বস্তের ঘটনায় সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন বিনোদন অঙ্গনের অনেকেই। 

এ দুর্ঘটনায় হতাশা প্রকাশ করে ফেসবুকে পোস্ট দেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা সালমান মুক্তাদির। পোস্টে সালমান মুক্তাদির লেখেন, ‘আজ যা ঘটলো, তা সহজেই এড়ানো যেত।’

তিনি লেখেন, “আমি চেষ্টা করছি চুপ থাকতে। চেষ্টা করছি সাধ্যমতো সব কিছু বুকের ভেতর চেপে রাখতে। কিন্তু আর পারছি না। এই দেশ অভিশপ্ত। আর এই অভিশাপ কেউ বাইরে থেকে আনেনি—আমরাই একে এনে দিয়েছি নিজেদের জন্য।’

সালমান বলেন, “আমি বারবার বলি, আজ আবারও বলছি—আমরা এমন মৃত্যুই ডিজার্ভ করি, যেগুলো প্রতিদিন আমাদের চারপাশে ঘটছে। হোক সেটা ভবনের নিচে চাপা পড়ে, ট্রাকের নিচে পিষে গিয়ে, বাসের চাকায় মাথা গুঁড়িয়ে গিয়ে, নির্মাণ সামগ্রী মাথায় পড়ে মারা গিয়ে, কিংবা ‘প্রশিক্ষণ বিমান’ বলে চালিয়ে দেওয়া যুদ্ধবিমান স্কুলের ওপর ভেঙে পড়ে পুড়ে যাওয়া, অথবা ভাঙা প্যারাস্যুটে পাইলটের মর্মান্তিক মৃত্যু— এই সবই যেন হয়ে উঠেছে আমাদের দৈনন্দিন বাস্তবতা।”

সালমানের মতে, দেশের মানুষের এই নিরবতাই সবচেয়ে বড় অভিশাপ। তিনি বলেন, ‘আমরা চুপ থাকি। কারণ এটা তো আমার সাথে হয়নি— এইটুকু ভেবেই সান্ত্বনা নিই। কিন্তু যেদিন নিজের ওপর নেমে আসে, সেদিন আমরা কাঁদি। আফসোস করি। তারপর…চুপ করে আবার আগের জীবনে ফিরে যাই।’

এই অভিনেতার ভাষ্য, ‘আমরা মরছি, মরতে থাকব। কারণ আমরা এই দেশটাকে এভাবেই চলতে দিচ্ছি। এমন একটা দেশে বাস করছি, যেখানে কেউ কথা বলে না। আর যারা কথা বলে, তারা একটা সময় পরে ক্লান্ত হয়ে চুপ হয়ে যায়— অবজ্ঞা আর অবহেলায়।’

সবশেষে মুক্তাদির লেখেন, ‘এভাবেই এটা পরিণত হয় একটা চক্রে— একটা অভিশপ্ত চক্রে। একটা সময় আসে, যেখানে কেউ কিছু বলে না। কেউ বলে না, ‘এইবার যথেষ্ট হয়েছে, এবার পরিবর্তন দরকার।’ অথচ আজ যা ঘটেছে, তা সহজেই এড়ানো যেত।’

সালমান মুক্তাদিরের এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে গেছে। লাইক কমেন্ট এর পাশাপাশি শেয়ারও হচ্ছে প্রচার! অনেকেই তার সাহসিকতার প্রশংসা করছেন।