সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ

নেপালকে ৪ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

শিরোপা জয়ের পর উল্লাস
শিরোপা জয়ের পর উল্লাস © বাফুফে

মাঠে নামার আগে সবার চোখে অশ্রু, মনে শোক। রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত প্রাণ গেছে ১৯ জনের—যাদের অধিকাংশই শিশু। সেই হৃদয়বিদারক ঘটনার সংবাদ গায়ে মেখেই কিংস অ্যারেনার সবুজ মাঠে নেমেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। অবশ্য ছিল সহজ সমীকরণ—ড্র করলেই শিরোপা। তবে তারা শুধু শিরোপা জেতেনি, জয় ছিনিয়ে নিয়েছে হৃদয়ও।

সোমবার (২১ জুলাই) কিংস অ্যারেনায় নেপালের বিপক্ষে ৪-০ গোলের দুর্দান্ত জয়ে টানা দ্বিতীয়বারের মত বয়সভিত্তিক এই টুর্নামেন্টের শিরোপা জিতল লাল-সবুজের প্রতিনিধিরা। চারটি গোলই একাই করেন মোসাম্মৎ সাগরিকা।

এদিন বিমানের আগুনে ঝরে পড়া নিহতদের স্মরণে ম্যাচ শুরুর আগে এক মিনিটের নীরবতা পালন করা হয়। তবে সেই স্তব্ধতা ভেঙেই যেন নিজের পায়ের জাদুর বিস্ফোরণ ঘটান সাগরিকা।

ম্যাচের সপ্তম মিনিটে ডিফেন্স চেরা পাস পেয়ে নেপাল গোলরক্ষককে কাটিয়েই প্রথম গোল। এরপর আর থামেননি, কেবলই আপন গতিতে ছুটেছেন সাগরিকা। ম্যাচের ৫০তম মিনিটে দ্বিতীয়, এরপর আরও দুটি— সবমিলিয়ে নেপালের জালে মোট ৪ বার বল পাঠিয়ে একক অধ্যায়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি।

অবশ্য এবার আসরের শুরুর দিকটা নিষেধাজ্ঞায় কেটেছে সাগরিকার। নেপালের বিপক্ষেই হাতাহাতিতে জড়িয়ে লাল কার্ড দেখে তাকে মাঠ ছাড়তে হয়েছিল। এরপর তিন ম্যাচ বেঞ্চে বসেই কাটিয়েছেন। সেই নেপালের বিপক্ষে শিরোপা নির্ধারণী মঞ্চে ফিরে মহাকাব্যিক প্রত্যাবর্তনে নীরব প্রতিশোধ নিলেন সাগরিকা।

 

বিস্তারিত আসছে...