বিমান বিধ্বস্ত, উদ্ধার অভিযানে সেনাবাহিনী-বিজিবি

বিধ্বস্ত বিমান
বিধ্বস্ত বিমান © সংগৃহীত

রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ সংলগ্ন এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট উদ্ধার তৎপরতায় অংশ নেয়। এছাড়াও, উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।

সোমবার (২১ জুলাই) দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক ক্ষুদেবার্তায় বিমান বিধ্বস্তের বিষয়টি নিশ্চিত করে।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল।