এমপিওভুক্তির দাবিতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের অবস্থান
- ২১ জুলাই ২০২৫, ১৬:০৫
এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন সারা দেশের প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা। সোমবার (২১ জুলাই) সকাল থেকে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করছেন তারা।
আন্দোলনকারীরা জানান, তারা দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী শিশুদের মূলধারার সমাজে অন্তর্ভুক্ত করতে নিরলসভাবে কাজ করছেন। কিন্তু ন্যায্য মর্যাদা ও উপযুক্ত বেতন থেকে এখনও তারা বঞ্চিত। তাই স্কুলগুলোকে এমপিওভুক্ত করতে দাবি জানাতে এসেছেন তারা।
মোহাম্মদ আলামিন নামে এক শিক্ষক বলেন, আমাদের দাবি স্কুলগুলোকে যেন স্বীকৃতি এবং এমপিওভুক্ত করা হয়। আমরা সারাদেশ থেকে শিক্ষকরা এসেছি। আমাদের দাবি মেনে নেওয়া না পর্যন্ত আমরা ঘরে ফির যাব না।