কুয়েট শিক্ষার্থীদের উপর হামলা, শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটি
- ২৪ জুলাই ২০২৫, ২১:০৫
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় উদ্ভূত অচলাবস্থার কারণ অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। ২০ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল শাখার সিনিয়র সহকারী সচিব এ.এস.এম. কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কমিটি গঠনের কথা জানানো হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়্যারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদকে আহ্বায়ক করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানি মন্ডল ও বুয়েটের সিএসই বিভাগের অধ্যাপক ড. মাসরুর আলীকে সদস্য করে এ কমিটি গঠন করা হয়েছে।
কমিটিকে ফেব্রুয়ারিতে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিতকরণ,শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার কারণ উদ্ঘাটন এবং সংশ্লিষ্টদের ভূমিকা চিহ্নিতকরণ,ভাইস চ্যান্সেলরের অনুপস্থিতিতে আর্থিক কার্যক্রম সম্পাদন হয়েছে কিনা এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি পুনরুদ্ধার ও নিরবচ্ছিন্ন শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য সুপারিশ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে ৫ মাস শিক্ষা কার্যক্রম ব্যাহত থাকার পরে গতকাল ক্লাস পরীক্ষা শুরুর কুয়েট প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেছে অভিভাবকবৃন্দ।শিক্ষার্থীরা গতকাল এবং আজকে ক্লাস পরীক্ষা শুরুর দাবিতে ক্লাসে অবস্থান নিয়েছে।যদিও কোনো শিক্ষক ক্লাসে ফিরে আসেননি।