৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস প্রকাশ
- ০৯ আগস্ট ২০২৫, ২১:০৮
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রবিবার (২০ জুলাই) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৬তম বিসিএস পরীক্ষা-২০২৩ এর লিখিত পরীক্ষার (আবশ্যিক ও পদ সংশয় বিষয়) সময়সূচি ও আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) ভিজিট করে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার জন্য অনুরোধ হয়েছে।
প্রসঙ্গত, ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল দুই দফায় ঘোষণা করা হয়। প্রথম দফায় ১০ হাজার ৬৩৮ জন প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হয়। পরবর্তীতে প্রশ্নফাঁসের অভিযোগ আসায় দ্বিতীয় দফায় আরও ১০ হাজার ৭৫৯ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে পুনরায় ফল ঘোষণা করা হয়। এ নিয়ে ৪৬তম বিসিএসে মোট উত্তীর্ণ হয়েছেন ২১ হাজার ৩৯৭ জন।
পরবর্তীতে গত ৮ মে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করে পিএসসি।