জুলাই শহীদ পরিবার পাচ্ছে ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র
- ২১ জুলাই ২০২৫, ১৫:৫১
জুলাই গণঅভ্যূত্থানে শহীদ পরিবারের প্রত্যেকে পাচ্ছে ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র। আজ রবিবার (২০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ ও জ্বালানি ড. মুহাম্মদ ফাওজুল কবির খান। সামাজিক মাধ্যমে এক স্ট্যাটাসে উপদেষ্টা লেখেন, ‘প্রায়ই ফেসবুকে দেখি অন্তর্বর্তীকালীন সরকার জুলাই শহীদ ও জুলাই আহতদের কোনো আর্থিক সহায়তা প্রদান করেনি। এ তথ্যটি সম্পূর্ণ ভুল। এটা ঠিক যে, আর্থিক সহায়তা দিয়ে জুলাই শহীদ বা জুলাই আহতদের ঋণ পরিশোধ করা সম্ভব নয়। কিন্তু সরকার তার সীমিত সামর্থ্যের মধ্যে অসহায় জুলাই শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘শহীদ পরিবারদের প্রত্যেককে ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র দেয়া হবে, যার মধ্যে ইতিমধ্যে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র দেয়া হয়েছে। অবশিষ্ট ২০ লাখ টাকা শিগগিরিই দেয়া হবে। আহতদের বিভিন্ন মূল্যমানের আর্থিক সহায়তা প্রদান ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। এ ছাড়াও জুলাই শহীদ ও যোদ্ধাদের মাসিক ভাতা দেয়া হবে।’
জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ৭৬৭ পরিবারের মধ্যে প্রত্যেককে ১০ লাখ টাকা করে মোট ৭৬.৭ কোটি টাকা সঞ্চয়পত্র প্রদানের জন্য চেক ইস্যু করা হয়েছে। অবশিষ্ট সঞ্চয়পত্রগুলোতে পারিবারিক জটিলতা থাকায় প্রক্রিয়াকরণে বিলম্ব হচ্ছে। ২য় পর্যায়ের সঞ্চয়পত্র প্রদান কার্যক্রম এ মাসেই শুরু হবে। ইতোমধ্যে বিভিন্ন জেলা থেকে ২য় ধাপে ১১০ জন শহীদ পরিবারের সঞ্চয়পত্র মন্ত্রণালয়ে এসেছে।
এ ছাড়াও জুলাই আহতদের যথাক্রমে ‘এ’ ক্যাটাগরির জুলাই আহত ৪৯৩ জনের প্রত্যেককে মোট ২ লাখ টাকা করে ৯ কোটি ৮৬ লাখ টাকা; ‘বি’ ক্যাটাগরির আহত ৯০৮ জনের প্রত্যেককে মোট ১ লক্ষ টাকা করে মোট ৯ কোটি ৮ লাখ টাকা; ‘সি’ ক্যাটাগরির আহত ১০ হাজার ৬৪২ জনের প্রত্যেককে মোট ১ লাখ টাকা করে মোট ১০৬ কোটি ৪২ লাখ টাকা টাকার চেক প্রদান করা হয়েছে। আর্থিক অনুদান চেক বাবদ একশত পঁচিশ কোটি তেতাল্লিশ লাখ টাকা ব্যয় হয়েছে বলে জানা গেছে।
এদিকে ২০২৫-২০২৬ অর্থ বছরের জুলাই মাস হতে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের মাঝে ভাতা বিতরণ প্রদানের লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে। জুন মাসের ৬ তারিখে আরও ১০ জন জুলাই শহীদের নাম গেজেটে প্রকাশিত হয়েছে এবং ১ হাজার ৭৬৯ জুলাই যোদ্ধার নাম গেজেটে প্রকাশের অপেক্ষায় আছে।
জুলাই গণঅভ্যুত্থানে গুরুতর আহতদের স্বাস্থ্য সেবা বিভাগ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে ৭৫ জনকে সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক ও রাশিয়ায় প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।