শিক্ষার্থীদের দিয়ে এসএসসির গণিতের খাতা দেখানো, ৪ শিক্ষককে কারণ দর্শানোর নির্দেশ
- ২০ জুলাই ২০২৫, ২১:২৭
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ইতোমধ্যে রেজাল্টে অসন্তুষ্ট শিক্ষার্থীদের ফল পুনঃনিরীক্ষণ করার আবেদনও শেষ হয়েছে। তবে রবিবার (২০ জুলাই) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড জানিয়েছে এসএসসির খাতা শিক্ষার্থীদের দিয়ে মূল্যায়ন করেছে। এ অভিযোগে ৪ শিক্ষককে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে বোর্ড।
রবিবার (২০ জুলাই) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত চারটি পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কারণ দর্শানোর নোটিশ পাওয়া শিক্ষকরা হলেন রাজধানীর সেন্ট যোসেফস হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক মহসীন আলামীন (পরীক্ষক কোড-২২০৯), রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সমীরময় মন্ডল (পরীক্ষক কোড-২১১৩), ঢাকার নবাবগঞ্জের মুন্সীনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক (পরীক্ষক কোড-২৭৪৯) ও যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষক মো. সাখাওয়াত হোসাইন আকন (পরীক্ষক কোড-১১০১)
তাদের মধ্যে মহসীন আলামীনের বিরুদ্ধে উচ্চতর গণিত, সমীরময় মন্ডল ও আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে গণিত ও মো. সাখাওয়াত হোসাইন আকনের বিরুদ্ধে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের উত্তরপত্র শিক্ষার্থীদের দিয়ে মূল্যায়ন করার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার উল্লিখিত বিষয়সমূহের উত্তরপত্র শিক্ষার্থীদের দিয়ে বৃত্তি ভরাট করার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং প্রাথমিক তদন্তে তা প্রমাণিত হয়। এ ধরনের কার্যকলাপের ফলে শিক্ষা বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং পরীক্ষার্থীদের মনে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে।
এতে আরও বলা হয়, পরীক্ষার উত্তরপত্র প্রধান পরীক্ষক/পরীক্ষক ব্যতীত অন্য কোন ব্যক্তি, শিক্ষার্থী বা পরিবারের অন্য কোন সদস্যকে দিয়ে বৃত্ত ভরাট/পূরণ করানো বা মূল্যায়ন করা শাস্তিযোগ্য অপরাধ। এ অপরাধের ব্যাখ্যা চেয়ে চার শিক্ষককে কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।