কবি নজরুল কলেজে জুলাই বিপ্লবের শহীদের স্মরণে দোয়া

বাদ জোহর কলেজের মসজিদে শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়
বাদ জোহর কলেজের মসজিদে শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয় © টিডিসি

কবি নজরুল সরকারি কলেজে ‘জুলাই পুনর্জাগরণ উদযাপন’ উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানে কলেজের চারজন শহীদসহ সব শহীদের স্মরণে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে।

শনিবার (২০ জুলাই) বাদ জোহর কলেজ মসজিদে চার শহীদসহ সব শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন। এ সময় পবিত্র কোরআন তিলাওয়াত, দরুদ পাঠ ও  মোনাজাতের মাধ্যমে শহীদদের স্মরণ করা হয়।

দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মোহাম্মদ হাবিবুর রহমান, উপাধ্যাক্ষ অধ্যাপক হায়দার মিঞা।

এ ছাড়া উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আতাউর রহমানসহ বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকরা। আরও উপস্থিত ছিলেন কলেজের ছাত্র সংগঠনের নেতা ও সাধারণ শিক্ষার্থীরা।

দোয়া মাহফিলে শহীদের আত্মত্যাগের কথা স্মরণ করে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা আবেগপ্রবণ হয়ে পড়েন।