ডাকসু নির্বাচনের নির্দিষ্ট তারিখ চাই: ফরহাদ

এস এম ফরহাদ
এস এম ফরহাদ © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে অংশীজনদের সঙ্গে তফসিল সংক্রান্ত চূড়ান্ত সভায় বসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ রবিবার (২০ জুলাই) সকাল ১০টা পর নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ সভা শুরু হয়েছে। এই সভায় নির্বাচন কমিশন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রভোস্ট কমিটি, ডিনস কমিটিসহ সকল রাজনৈতিক ছাত্রসংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

সভাসূত্রে জানা গেছে, ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হবে আগামী ২৯ জুলাই। আর নির্বাচন হতে পারে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে। তবে এই নির্বাচনের নির্দিষ্ট তারিখ দাবি করেছেন শাখা ছাত্রশিবিরির সভাপতি এস এম ফরহাদ।

সভায় অংশ নিয়ে তিনি বলেন, আমরা একটা নির্দিষ্ট তারিখ চাই। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ কোন নির্দিষ্ট তারিখ না। এর আগেও প্রশাসন এভাবে নির্দিষ্ট তারিখ ঘোষণা না করে কালক্ষেপণ করেছে।

পরে তার এই দাবির প্রেক্ষিতে ডাকসু নির্বাচনের প্রধান কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, আজকে ডাকসু তফসিল ঘোষণা করছি না। যেদিন তফসিল ঘোষণা করা হবে সেই দিন‌ই আমরা নির্দিষ্ট তারিখ জানাবো।